বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হলো হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের ৩৬টি কমিউনিটি ক্লিনিকের। দুই প্রধানমন্ত্রী ভারত সরকারের অনুদানের আওতায় হবিগঞ্জ ও সুনামগঞ্জ ছাড়াও রয়েছে জামালপুর, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়া।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে ভিডিও কনফারেন্স শুরু হয়। কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর প্রধানমন্ত্রী মোদি বক্তব্য রাখেন। এ ভিডিও কনফারেন্সে কমিউনিটি ক্লিনিক প্রকল্পসহ চারটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
প্রকল্প চারটি হচ্ছে, ৩৬টি কমিউনিটি ক্লিনিক, ১০০টি বাস ও ট্রাক সরবরাহ, ১১টি পানি বিশুদ্ধিকরণ প্লান্ট এবং সার্ক দেশগুলোতে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com