আপডেট

x


হবিগঞ্জে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত

শুক্রবার, ০৫ এপ্রিল ২০১৯ | ১২:৫৭ পূর্বাহ্ণ | 817 বার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নির্মাণাধীন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের ৬ তলা থেকে পড়ে ইফাত মিয়া (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত নির্মাণ শ্রমিক সিরাজগঞ্জ জেলার ইটালি এলাকার সূর্য শেখের ছেলে। হবিগঞ্জ থেকে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
তার সহকর্মীরা জানান, ইফাত হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজ করছিলেন। বিকেল ৩টার দিকে হঠাৎ অসাবধানতা বশত তিনি ভবনের ৬ তলা থেকে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com