ঢাকা , শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার আবু জাহেলদের ব্যার্থ গুপ্ত হত্যা পরিকল্পনার মধ্যে দিয়েই যেভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত জীবনের শুরু হয় তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা’র লিফলেট বিতরন করলো পর্তুগাল সেচ্চাসেবক দল ইতালির তরিনোতে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাম্মণবাড়ীয়া জেলা সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হলে আমরা সারা দুনিয়া জ্বালিয়ে দেব,মিলানের সেমিনারে বললেন পিনাকী ভট্রাচার্য পর্তুগাল জাসাস’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা

স্বাস্থ্যবিধি নিশ্চিতে সিসিকের অভিযান, মামলা, জরিমানা আদায়!

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
  • / ৫৪৮ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। আজ ৯ জুন (মঙ্গলবার) এসময় স্বাস্থ্যবিধি লঙ্গনের অভিযোগে ৯টি মামলা দায়েরসহ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। সিএনজি চালিত অটোরিক্সা, পথচারী সহ বিভিন্ন দোকান ও মার্কেটে স্বাস্থ্যবিধি না মানায় এসব মামলা ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে সিসিকের সচিব ও  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, র‌্যাব এবং মহানগর পুলিশের সহায়তায় এ অভিযানে নামেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

নগর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু করে ক্বিন ব্রিজ এলাকা, সুরমা মার্কেট, বন্দর বাজার, হাসান মার্কেট, লালদিঘীরপাড় ও হকার্স মার্কেট পরিদর্শন করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

অভিযানে নূন্যতম স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার কোন সুযোগ-সুবিধা বিদ্যমান না থাকায় এবং করোনা সংক্রমন ঝুকি বিবেচনায় নগরীর হাসান মার্কেট, লালদিঘিরপাড় ও হকার্স মার্কেট সাময়িকভাবে ৭ দিন বন্ধ রাখার আহবান জানিয়েছেন মেয়র আরিফ।

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এসব মার্কেটে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ঝুকিপূর্ণভাবে ব্যবসা-বানিজ্য চলছে। স্বাস্থ্যবিধি মানার প্রবনতা শূন্যের কোঠায়। এসব মার্কেটে স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিন্দুমাত্র সুযোগও নেই উল্লেখ্য করে করোনাভাইরাসের সংক্রমন ঝুকি বিবেচনায় মার্কেটগুলো বন্ধ রাখার আহবান জানিয়েছি।

সিসিকের সচিব ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে সিলেটের মানুষকে সচেতন করতে মাইকিংসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন। সচেতনতামূলক লিফলেট বিতরন করা হচ্ছে। ব্যবসা পরিচালনায় সরকার কতৃক স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা অব্যাহত রয়েছে।

অভিযানে মাকের্টগুলোর সরু গলিতে অপরিকল্পিতভাবে নানাধরণের অস্থায়ী ব্যবসায়ী সরঞ্জাম রেখে জনচলাচলে বিঘ্ন ঘটানোয় এবং ফুটপাতে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে বেশকিছু মালামালও জব্দ করা হয়।#

পোস্ট শেয়ার করুন

স্বাস্থ্যবিধি নিশ্চিতে সিসিকের অভিযান, মামলা, জরিমানা আদায়!

আপডেটের সময় : ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। আজ ৯ জুন (মঙ্গলবার) এসময় স্বাস্থ্যবিধি লঙ্গনের অভিযোগে ৯টি মামলা দায়েরসহ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। সিএনজি চালিত অটোরিক্সা, পথচারী সহ বিভিন্ন দোকান ও মার্কেটে স্বাস্থ্যবিধি না মানায় এসব মামলা ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে সিসিকের সচিব ও  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, র‌্যাব এবং মহানগর পুলিশের সহায়তায় এ অভিযানে নামেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

নগর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু করে ক্বিন ব্রিজ এলাকা, সুরমা মার্কেট, বন্দর বাজার, হাসান মার্কেট, লালদিঘীরপাড় ও হকার্স মার্কেট পরিদর্শন করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

অভিযানে নূন্যতম স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার কোন সুযোগ-সুবিধা বিদ্যমান না থাকায় এবং করোনা সংক্রমন ঝুকি বিবেচনায় নগরীর হাসান মার্কেট, লালদিঘিরপাড় ও হকার্স মার্কেট সাময়িকভাবে ৭ দিন বন্ধ রাখার আহবান জানিয়েছেন মেয়র আরিফ।

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এসব মার্কেটে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ঝুকিপূর্ণভাবে ব্যবসা-বানিজ্য চলছে। স্বাস্থ্যবিধি মানার প্রবনতা শূন্যের কোঠায়। এসব মার্কেটে স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিন্দুমাত্র সুযোগও নেই উল্লেখ্য করে করোনাভাইরাসের সংক্রমন ঝুকি বিবেচনায় মার্কেটগুলো বন্ধ রাখার আহবান জানিয়েছি।

সিসিকের সচিব ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে সিলেটের মানুষকে সচেতন করতে মাইকিংসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন। সচেতনতামূলক লিফলেট বিতরন করা হচ্ছে। ব্যবসা পরিচালনায় সরকার কতৃক স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা অব্যাহত রয়েছে।

অভিযানে মাকের্টগুলোর সরু গলিতে অপরিকল্পিতভাবে নানাধরণের অস্থায়ী ব্যবসায়ী সরঞ্জাম রেখে জনচলাচলে বিঘ্ন ঘটানোয় এবং ফুটপাতে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে বেশকিছু মালামালও জব্দ করা হয়।#