আপডেট

x


স্বামী তুমি কার,বিমানবন্দরে দুই স্ত্রীর কাড়াকাড়ি

বুধবার, ১৯ আগস্ট ২০২০ | ১১:৩১ পূর্বাহ্ণ | 317 বার

স্বামী তুমি কার,বিমানবন্দরে দুই স্ত্রীর কাড়াকাড়ি

ডেস্ক : মালদ্বীপ থেকে ১৬ মাস পর দেশে ফিরেছেন মইনুল। তবে বিমানবন্দরে তার জন্য কী অপেক্ষা করছিলো তা হয়তো ছিলো ধারণার বাইরেই।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিমানবন্দরে নেমেই যেন লঙ্কাকাণ্ড। স্বামীকে নিজের সাথে নিয়ে যেতে সন্তানসহ অপেক্ষা করছিলেন দুই স্ত্রী। তাদের কাড়াকাড়ি আর মারামারিতে কাহিল অবস্থা স্বামী মইনুলের।



দ্বিতীয় স্ত্রীর তমার সাথে গাড়িতে করে কুমিল্লা ফেরার পথেই প্রথম স্ত্রী সানজিদার বাধা। শুরুতে কথাকাটাকাটির মধ্যে সীমাবদ্ধতা থাকলেও মুহূর্তেই তা রূপ নেয় সংঘাতে।

মুহূর্তেই উৎসুক জনতার ভিড়। শেষ পর্যন্ত স্বামী তুমি কার- বিষয়টি মিমাংসার জন্য তিনজনকেই যেতে হলো থানায়।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com