দেশদিগন্ত নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘আলোকিত নারী’দের সম্মাননা প্রদান করেছে স্বাধীনতা সংসদ। এ বছর স্বাধীনতা সংসদের সম্মাননা পুরস্কার পেয়েছেন নারী সমাজসেবক ও একজন সফল তরুণ চিকিৎসক ফারহানা মোবিন। ইতিহাসে কর্মই জায়গা নির্ধারণ করে দেয় কোথায় হবে কার স্হান ,ডা: ফারহান মোবিন সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান,স্বাস্থ্য বিষয়ে সচেতনতা মুলক লেখালেখি করে জনসাধারকে সচেতন করা, সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাধারন মানুষের জন্য কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা সংসদ মনোনীত “আলোকিত নারী সম্মাননা ২০১৯ ” এর এওয়ার্ড পেলেন স্বনামধন্য গাইনি চিকিৎসক ডাঃ ফারহানা মোবিন। নিজ কর্মের মাধ্যমে কেউ বেঁচে থাকা অনন্তকাল, কর্মের দ্বারাই মানব মনে স্হায়ীভাবে জায়গা করে নিয়েছেন ডা:ফারহানা মোবিন । এই সম্মাননা পেয়ে তিনি মহান আল্লাহর নিকটে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং ভবিষ্যতে মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার জন্য প্রত্যয় ব্যাক্ত করেন
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com