ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন যুক্তরাজ্য কমিটি – কিছু প্রশ্নের উত্তর খুঁজে বেড়ানো, সেই সাথে দায়বদ্ধতা – মিছবাহুজ্জামান সুহেল

মিছবাহুজ্জামান সুহেল, যুক্তরাজ্য
  • আপডেটের সময় : ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ৭৩৪ টাইম ভিউ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন যুক্তরাজ্য কমিটি –
কিছু প্রশ্নের উত্তর খুঁজে বেড়ানো, সেই সাথে দায়বদ্ধতা –

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল | বাংলাদেশের স্বাধীনতা মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান | সঙ্গত কারণেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিএনপি জাঁকজমক ভাবে পালন করবে এটাই স্বাভাবিক | সেই হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যন জনাব তারেক রহমান সাহেব এর নির্দেশনায় বিএনপি সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি, বিভাগীয় কমিটি ও বিভিন্ন উপ কমিটি গঠন করা হয় |
আমরা সবাই জানি বিএনপি’র বর্তমান কমিটি ( স্থায়ী কমিটি, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল ও জাতীয় নির্বাহী কমিটি ) প্রায় ৫০০ জনের মতো | উদযাপন কমিটি করা হয়েছে প্রথমে ১১৫ জন এবং পরবর্তীতে আরো ২৫ জন সংযুক্ত করে ১৪০ সদস্যের জাতীয় উদযাপন কমিটি | বিভাগীয় কমিটি ও বিভিন্ন উপ কমিটি ৪০-৫০ সদস্যের | এবং প্রতিটি কমিটি একজন আহবায়ক ও একজন সদস্য সচিব এবং বাকি সবাইকে সদস্য করে করা হয়েছে | দেশের বাইরে প্রথম কমিটি করা হয়েছে মধ্যপ্রাচ্য কমিটি | ৮-১০ টি দেশ নিয়ে মধ্যপ্রাচ্যের কমিটি করা হয়েছে মাত্র ২৭ জন দিয়ে | সেখানেও একজন আহবায়ক একজন সদস্য সচিব বাকি সব সদস্য |
এবার আসা যাক যুক্তরাজ্য প্রসঙ্গে –
গত এক বছর থেকে সারা বিশ্ব করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছে | ইউরোপের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, এখনো আমরা জাতীয় লকডাউনে আছি | প্রতিদিন ৫০,০০০ এর উপরে নতুন আক্রান্ত, ১০০০ এর উপর প্রতিদিন মানুষ তার স্বজন হারাচ্ছেন | এই অবস্থায় আমরা কবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবো আল্লাহ রাব্বুল আল আমীন ছাড়া কেউ বলতে পারবোনা | এটা আইনের দেশ, ইচ্ছে করলেই দেশের মতো আমরা কিছু করতে পারিনা | আগে যাদের সাথে প্রতি সপ্তাহে দেখা হতো করোনা ভাইরাসের কারণে এক বছর অনেকের সাথে দেখাই হয়নি | যুক্তরাজ্য বিএনপি প্রায় এক বছর ধরে ভাইরাসের কারণে অফিসিয়ালি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেনা, মাঝে মধ্যে কিছু ভার্চুয়াল প্রোগ্রাম করেছে | এই অবস্থায় আসলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে উদযাপন কমিটি | ২৬৯ সদস্যের বিশাল কমিটি, উল্লেখ্য যুক্তরাজ্য বিএনপি কমিটি বর্তমানে ১৫১ সদস্যের | এতো বিশাল সদস্যের কমিটি ও সদস্যের ক্রম বিন্যাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা | সঙ্গত কারণে অনেক আলোচনা সমালোচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেবকে জড়াতে অনেকে কার্পণ্য করেননা | কারণ উনি যুক্তরাজ্যে বর্তমানে বাস করছেন | অনেকের ধারণা যুক্তরাজ্যে যা হয় উনার মাধ্যমে হয় | তবে একটা জিনিস যদি আমরা ভালো করে খেয়াল করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেব যত দিন থেকে দল পরিচালনা করছেন তখন থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহকে একটি সাংবিধানিক, সাংগঠনিক, শৃংখলা ও কাঠামোর মধ্যে নিয়ে এসেছেন | আমরা বিভিন্ন সময় দেখছি ভার্চুয়ালের মাধ্যমে তিনি তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষা করে প্রতিটি সংগঠনে তুমুল পরিবর্তন নিয়ে এসেছেন | আমরা যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেবর জ্ঞান, প্রজ্ঞা, বিবেক, রাজনৈতিক দক্ষতা নিয়ে সামান্যতম অবলোকন করি আমার বিশ্বাস সবাই অন্তত এইটুকু বলতে পারি যুক্তরাজ্য উৎযাপন কমিটি উনার চোখের সামনে দিয়ে আসেনি | যারাই এই কাজটি করেছেন উনার অজান্তেই করেছেন |
এখন প্রশ্ন হলো যারা অনুমোদন দিয়েছেন, তারা কি বুঝে দিলেন | সেটার উত্তরও তারাই ভালো করে দিতে পারবেন | ২৬৯ জনের কমিটিতে একজন আহবায়ক, একজন সদস্য সচিব এবং একজন যুগ্ম আহবায়ক করে বাকি সবাইকে সদস্য রাখা হয়েছে | এখন পর্যন্ত যত উদযাপন কমিটি করা হয়েছে কোথাও যুগ্ম আহবায়ক কোন পদ রাখা হয়নি | তাহলে প্রশ্ন আসে যুক্তরাজ্যে কেন ? যুগ্ম আহবায়ক যদি দিলেন তাহলে একজন কেন ? এখানে কি যুগ্ম আহবায়ক হওয়ার মতো আর কেউ যোগ্যতা রাখেননা ? তাহলে কি আমরা ধরে নিবো একজন ব্যক্তি বিশেষকে প্রমোট করার জন্য এই কমিটি ? তারপর আসুন কমিটির নাম ক্রম বিন্যাস | যিনি লেখকের ভূমিকায় ছিলেন তিনি খুব সুক্ষ ভাবে এই কাজটি করেছেন | সম্ভবত এক হাতে যুক্তরাজ্য বিএনপি কমিটি আর অন্য হাতে তাদের পছন্দের নাম গুলো নিয়ে বসেছিলেন | বিএনপি কমিটির কিছু নাম লিখে মাঝে মধ্যে তাদের পছন্দের নাম গুলো বসিয়েছেন | আবার কমিটির অনেক তাদের পছন্দের মানুষকে উপরে তুলে নিয়ে এসেছেন | আবার যুক্তরাজ্য বিএনপি কমিটিতে আছে অনেকেকে তারা ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়েছেন | বিএনপি কমিটির সুপার ফাইভের ২/ ১ জনের নাম এতো পিছনে নেওয়া হয়েছে যা সত্যি বিব্রতকর | সত্যি বলতে যারা দলের জন্য দিন রাত কাজ করে তাদের মাথার উপর ঘুমন্ত মানুষ গুলোকে বসিয়ে দেওয়া হয়েছে | এতো বিশাল কমিটি করেও অঙ্গ সংগঠনের অনেক একটিভ নেতা কর্মীদের জায়গা হয়নি |
এখন প্রশ্ন হলো কোনো বিশেষ ইস্যু নিয়ে এতো বড়ো কমিটি করার আদৌ প্রয়োজন আছে কি ? আমাকে কমিটিতে রাখতে হবে এমন কোনো কথা নেই বা সবাইকে রাখতে হবে বা খুশি করতে হবে এমন কোনো কথা নেই | এটা একটি রাজনৈতিক সংগঠন | আমরা নিজের ইচ্ছামতো একটা দলকে চালাতে পারিনা | আমরা নিজের ইচ্ছের প্রতিফলন ঘটাতে গিয়ে দলকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেবকে প্রশ্নবিদ্ধ করার এখতিয়ার কারো নেই | আমি নিজেও যুক্তরাজ্য বিএনপি’র কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুবাদে যে কোনো পরিস্থিতির দায়ভার এড়াতে পারিনা |

শুভেচ্ছান্তে
মিছবাহুজ্জামান সুহেল
যুগ্ম সম্পাদক
যুক্তরাজ্য বিএনপি

পোস্ট শেয়ার করুন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন যুক্তরাজ্য কমিটি – কিছু প্রশ্নের উত্তর খুঁজে বেড়ানো, সেই সাথে দায়বদ্ধতা – মিছবাহুজ্জামান সুহেল

আপডেটের সময় : ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন যুক্তরাজ্য কমিটি –
কিছু প্রশ্নের উত্তর খুঁজে বেড়ানো, সেই সাথে দায়বদ্ধতা –

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল | বাংলাদেশের স্বাধীনতা মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান | সঙ্গত কারণেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিএনপি জাঁকজমক ভাবে পালন করবে এটাই স্বাভাবিক | সেই হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যন জনাব তারেক রহমান সাহেব এর নির্দেশনায় বিএনপি সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি, বিভাগীয় কমিটি ও বিভিন্ন উপ কমিটি গঠন করা হয় |
আমরা সবাই জানি বিএনপি’র বর্তমান কমিটি ( স্থায়ী কমিটি, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল ও জাতীয় নির্বাহী কমিটি ) প্রায় ৫০০ জনের মতো | উদযাপন কমিটি করা হয়েছে প্রথমে ১১৫ জন এবং পরবর্তীতে আরো ২৫ জন সংযুক্ত করে ১৪০ সদস্যের জাতীয় উদযাপন কমিটি | বিভাগীয় কমিটি ও বিভিন্ন উপ কমিটি ৪০-৫০ সদস্যের | এবং প্রতিটি কমিটি একজন আহবায়ক ও একজন সদস্য সচিব এবং বাকি সবাইকে সদস্য করে করা হয়েছে | দেশের বাইরে প্রথম কমিটি করা হয়েছে মধ্যপ্রাচ্য কমিটি | ৮-১০ টি দেশ নিয়ে মধ্যপ্রাচ্যের কমিটি করা হয়েছে মাত্র ২৭ জন দিয়ে | সেখানেও একজন আহবায়ক একজন সদস্য সচিব বাকি সব সদস্য |
এবার আসা যাক যুক্তরাজ্য প্রসঙ্গে –
গত এক বছর থেকে সারা বিশ্ব করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছে | ইউরোপের মধ্যে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, এখনো আমরা জাতীয় লকডাউনে আছি | প্রতিদিন ৫০,০০০ এর উপরে নতুন আক্রান্ত, ১০০০ এর উপর প্রতিদিন মানুষ তার স্বজন হারাচ্ছেন | এই অবস্থায় আমরা কবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবো আল্লাহ রাব্বুল আল আমীন ছাড়া কেউ বলতে পারবোনা | এটা আইনের দেশ, ইচ্ছে করলেই দেশের মতো আমরা কিছু করতে পারিনা | আগে যাদের সাথে প্রতি সপ্তাহে দেখা হতো করোনা ভাইরাসের কারণে এক বছর অনেকের সাথে দেখাই হয়নি | যুক্তরাজ্য বিএনপি প্রায় এক বছর ধরে ভাইরাসের কারণে অফিসিয়ালি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেনা, মাঝে মধ্যে কিছু ভার্চুয়াল প্রোগ্রাম করেছে | এই অবস্থায় আসলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে উদযাপন কমিটি | ২৬৯ সদস্যের বিশাল কমিটি, উল্লেখ্য যুক্তরাজ্য বিএনপি কমিটি বর্তমানে ১৫১ সদস্যের | এতো বিশাল সদস্যের কমিটি ও সদস্যের ক্রম বিন্যাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা | সঙ্গত কারণে অনেক আলোচনা সমালোচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেবকে জড়াতে অনেকে কার্পণ্য করেননা | কারণ উনি যুক্তরাজ্যে বর্তমানে বাস করছেন | অনেকের ধারণা যুক্তরাজ্যে যা হয় উনার মাধ্যমে হয় | তবে একটা জিনিস যদি আমরা ভালো করে খেয়াল করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেব যত দিন থেকে দল পরিচালনা করছেন তখন থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহকে একটি সাংবিধানিক, সাংগঠনিক, শৃংখলা ও কাঠামোর মধ্যে নিয়ে এসেছেন | আমরা বিভিন্ন সময় দেখছি ভার্চুয়ালের মাধ্যমে তিনি তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষা করে প্রতিটি সংগঠনে তুমুল পরিবর্তন নিয়ে এসেছেন | আমরা যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেবর জ্ঞান, প্রজ্ঞা, বিবেক, রাজনৈতিক দক্ষতা নিয়ে সামান্যতম অবলোকন করি আমার বিশ্বাস সবাই অন্তত এইটুকু বলতে পারি যুক্তরাজ্য উৎযাপন কমিটি উনার চোখের সামনে দিয়ে আসেনি | যারাই এই কাজটি করেছেন উনার অজান্তেই করেছেন |
এখন প্রশ্ন হলো যারা অনুমোদন দিয়েছেন, তারা কি বুঝে দিলেন | সেটার উত্তরও তারাই ভালো করে দিতে পারবেন | ২৬৯ জনের কমিটিতে একজন আহবায়ক, একজন সদস্য সচিব এবং একজন যুগ্ম আহবায়ক করে বাকি সবাইকে সদস্য রাখা হয়েছে | এখন পর্যন্ত যত উদযাপন কমিটি করা হয়েছে কোথাও যুগ্ম আহবায়ক কোন পদ রাখা হয়নি | তাহলে প্রশ্ন আসে যুক্তরাজ্যে কেন ? যুগ্ম আহবায়ক যদি দিলেন তাহলে একজন কেন ? এখানে কি যুগ্ম আহবায়ক হওয়ার মতো আর কেউ যোগ্যতা রাখেননা ? তাহলে কি আমরা ধরে নিবো একজন ব্যক্তি বিশেষকে প্রমোট করার জন্য এই কমিটি ? তারপর আসুন কমিটির নাম ক্রম বিন্যাস | যিনি লেখকের ভূমিকায় ছিলেন তিনি খুব সুক্ষ ভাবে এই কাজটি করেছেন | সম্ভবত এক হাতে যুক্তরাজ্য বিএনপি কমিটি আর অন্য হাতে তাদের পছন্দের নাম গুলো নিয়ে বসেছিলেন | বিএনপি কমিটির কিছু নাম লিখে মাঝে মধ্যে তাদের পছন্দের নাম গুলো বসিয়েছেন | আবার কমিটির অনেক তাদের পছন্দের মানুষকে উপরে তুলে নিয়ে এসেছেন | আবার যুক্তরাজ্য বিএনপি কমিটিতে আছে অনেকেকে তারা ইচ্ছাকৃত ভাবে বাদ দিয়েছেন | বিএনপি কমিটির সুপার ফাইভের ২/ ১ জনের নাম এতো পিছনে নেওয়া হয়েছে যা সত্যি বিব্রতকর | সত্যি বলতে যারা দলের জন্য দিন রাত কাজ করে তাদের মাথার উপর ঘুমন্ত মানুষ গুলোকে বসিয়ে দেওয়া হয়েছে | এতো বিশাল কমিটি করেও অঙ্গ সংগঠনের অনেক একটিভ নেতা কর্মীদের জায়গা হয়নি |
এখন প্রশ্ন হলো কোনো বিশেষ ইস্যু নিয়ে এতো বড়ো কমিটি করার আদৌ প্রয়োজন আছে কি ? আমাকে কমিটিতে রাখতে হবে এমন কোনো কথা নেই বা সবাইকে রাখতে হবে বা খুশি করতে হবে এমন কোনো কথা নেই | এটা একটি রাজনৈতিক সংগঠন | আমরা নিজের ইচ্ছামতো একটা দলকে চালাতে পারিনা | আমরা নিজের ইচ্ছের প্রতিফলন ঘটাতে গিয়ে দলকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন সাহেবকে প্রশ্নবিদ্ধ করার এখতিয়ার কারো নেই | আমি নিজেও যুক্তরাজ্য বিএনপি’র কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুবাদে যে কোনো পরিস্থিতির দায়ভার এড়াতে পারিনা |

শুভেচ্ছান্তে
মিছবাহুজ্জামান সুহেল
যুগ্ম সম্পাদক
যুক্তরাজ্য বিএনপি