আপডেট

x


স্বাগতিকদের জন্য টার্গেট ৩০৬

বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭ | ১০:০৫ অপরাহ্ণ | 1046 বার

স্বাগতিকদের জন্য টার্গেট ৩০৬

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্ভোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ তুলেছে বাংলাদেশ।ক্যারিয়ারের নবম ও ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। এর পাশপাশি ক্যারিয়ারের ২৫ তম হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম।লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।  ওপেনিং জুটিতে তামিমকে সাথে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য সরকার। পেস সহায়ক ওভালে শুরুতেই গতির ঝড় তোলেন ইংলিশ পেসাররা।১১ তম ওভারে বল করছিলেন বেন স্টোকস। শেষ বলে বদলি খেলোয়াড় জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। এসময় ৩৪ বলে ২৮ রান করেন তিনি।
পরে ১৯তম ওভারের দ্বিতীয় বলে মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ইমরুল কায়েস। ফেরার সময় ২০ বলে ১৯ রান করেন তিনি।তৃতীয় উইকেটে তামিম ও মুশফিক ১৬৬ রানের জুটি গড়ে বড় স্কোরের দিকে নিয়ে যান। দলীয় ২৬১ রানে তামিম ১৪৮ বলে ১১৮ রানে আউট হন। ঠিক পরের বলেই মুশফিক ফেরেন ৭২ বলে ৭৯ রান করে আউট হন।৮ বলে ১০ রান করেন সাকিব আল হাসান। আর ১৫ বলে ২৪ রান করেন সাব্বির রহমান। এছাড়া ৬ বলে ৬ রান করে মাহমুদুল্লাহ রিয়াদ ও ৩ বলে ৩ বলে ২ রান করে মোসাদ্দেক হোসেন অপরাজিত থাকেন।নির্ধারিত ৫০ ওভারে ৬.১০ গড়ে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান করে টাইগাররা।  ইংল্যান্ডের হয়ে ৫৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন লিয়াম প্লানকেট। এছাড়া জ্যাক বল ও মঈন আলি নিয়েছেন একটি করে উইকেট।ম্যাচটিকে কেন্দ্র করে সেরা একাদশ সাজিয়েছিলো বাংলাদেশ। দীর্ঘদিন দলে ফেরানো হয়েছে ইমরুল কায়েসকে। ওয়ানডাউনে কয়েক সিরিজে নিয়মিত খেলে আসা সাব্বির রহমানের জায়গায় খেলবেন তিনি।আর মিডলঅর্ডারে খেলবেন সাব্বির। এভাবে দল সাজাতে গিয়ে বাদ পড়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলের নিয়মিত পারফরমাররা সবাই রয়েছেন।

বাংলাদেশ একাদশ:১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩. ইমরুল কায়েস, ৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৫. মাহমুদুল্লাহ রিয়াদ, ৬. সাকিব আল হাসান, ৭. মোসাদ্দেক হোসেন সৈকত, ৮. সাব্বির রহমান, ৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ১০. রুবেল হোসেন ও ১১. মুস্তাফিজুর রহমান।



ইংল্যান্ড স্কোয়াড :১. ইয়োন মরগান (অধিনায়ক), ২. মইন আলী, ৩. জস বাটলার, ৪. অ্যালেক্স হেলস, ৫. জো রুট, ৬. জেসন রয়, ৭. বেন স্টোকস, ৮. ক্রিস ওকস, ৯. লিয়াম প্লানকেট, ১০. মার্ক উড, ১১. জ্যাক বল।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com