আপডেট

x


স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা

রবিবার, ২০ জানুয়ারি ২০১৯ | ৬:০৮ অপরাহ্ণ | 1095 বার

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা

দেশদিগন্ত নিউজ ডেক্সঃ   নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময়  আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাসহ আগামী দিনের করণীয় সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।এসব নির্দেশনার মধ্যে রয়েছে-

১. সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে হবে।
২. মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
৩. সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে।
৪. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল অনুযায়ী যানবাহন, জলযান ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরগুলোকে অবশ্যই পরিকল্পনা মাফিক চাহিদাপত্র প্রণয়ন করতে হবে।
৫. যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
৬. আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা বজায় রাখতে হবে।
৭. মানুষের জীবনের জানমাল নিরাপত্তাসহ সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে হবে।
৮. উপজেলা পর্যন্ত সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট নিরসন করা হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com