আপডেট

x


স্বরলিপী শিল্পী গোষ্টীর বনভোজনে পরিণত হয় মরুর বুকে এর খন্ড বাংলাদেশ

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ | ৬:২৭ অপরাহ্ণ | 1088 বার

স্বরলিপী শিল্পী গোষ্টীর বনভোজনে  পরিণত হয় মরুর বুকে এর খন্ড বাংলাদেশ

বণাঢ্য আয়োজনে বিশাল পরিসরে প্রতিবছরের মত এবারও বনভোজন ২০১৮ আয়োজন করে কুয়েত’র বৃহৎ সাংস্কৃতিক সংগঠন স্বরলিপী শিল্পী গোষ্টী । গত ২ ফ্রেবুয়ারী সন্ধ্যা থেকে ৩ ফ্রেবু:শুক্রবার বিকাল পর্যন্ত ওফরা আই পি সি রিসোর্ট নাচে – গানে মেতে উঠেছিলো প্রায় ৩০০ শ তরুন-তরুনী, যুবক – যুবতী , শিশুরা । সন্ধ্যায় চা – নাস্তার , পর রাতের খাবার শেষ করেই শুরু হয় বিভিন্ন আন্চলিক ও আধুনিক গানের তালে তালে দেশীয় নাচ , সবাই যেনো হারিয়ে গিয়েছিলো আনন্দের হাওয়ায় । ছিলোনা কোনো ভেদাভেদ, নেই কোনো বৈষম্য . শুধু ছিলো আড্ডা আর আনন্দ , বিভিন্ন খেলায় মেতেছিলো- কলব্রিজ, ২৯ সহ টেবিল টেনিস. ভলিবল. ফুটবল. শিশুরা ছিলো বিভিন্ন রাইডর্স আর দোলনা নিয়ে ব্যাস্ত । দল বেদে বেদে মহিলারা আলতু চুল দুলিয়ে ঘুরে বেডাচ্ছে এক সিমানা থেকে অন্য সিমানায় আপন মহিমায় ।বনভোজনস্হলের পরিবেশ হয়ে উঠেছিলো কারকার্য পূর্ণ সোন্দর্যবেষ্টিত । আর আমি সহ অনেকেই হারিয়ে গিয়েছিলো অতিতের সোনালী সেই কেশরের স্কুল শেষে বিকেলে খেলার ব্যাস্ত নিয়ে ,যৌবনের বিকেল বেলায় বন্ধুদের দল নিয়ে আড্ডা . যে যার মত গল্পে মুগ্ধ হয়ে হাসি- টাট্রা, এ যেনো এক অতিত কে ফিরে পাওয়া এক সন্ধ্যা । সংগঠনের সভাপতি হযরত আলী মল্লিক এর সভাপতিত্বে ও জাকারিয়া আহমদের পরিচালনায়, প্রধান অতিথী ছিলেন মো: আনিসুজ্জামান-দূতালয় প্রধান, বাংলাদেশ দূতাবাস কুয়েত, সংগিত পরিবেশন করেন কুয়েতে প্রথম যিনি বাংলা সংস্কৃতিকে পরিচিত সবার আপা বলে খরশিদা আপা,ক্রমানয়ে জাহেদ আহমেদ, মিউজিশিয়ান এসোশিয়েশন ভূমিখা’র সভাপতি আব্দুর রাজ্জাক.আমজাদ হোসেন, সাবরিনা তাহেরা, কুয়েতে ময়ুর কন্ঠী শিল্পী হিসেবে পরিচিত সর্বজনপ্রিয় রুনা আক্তার কেয়া. রুবেল আহমেদ । উলেখ্য ছিলো আপ্যায়নে কয়েকজনের সেবা দান তাদের মধ্যে কার্তিক বাবু, জামাল উদ্দিন. মিহির কান্তি পাল. সাধারন সম্পাদক রবি কানন, সার্বিক সর্বক্ষন আপ্যায়ন ব্যাস্ত দুই জন হলেন নাজিম উদ্দিন ও হাবিবুর রহমান হাবিব । আগতদের নিজের শীতের কাপড় দিয়ে ব্যাতিক্রমী সেবা দিলেন শাকিল আহমেদ । অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরন করা হয় খেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে|



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com