স্বপ্ন ফাউন্ডেশন ৫ম বছরে পদার্পন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন
- আপডেটের সময় : ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ৫২৪ টাইম ভিউ
স্বপ্ন ফাউন্ডেশন ৫ম বছরে পদার্পন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন
কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্যতম সামাজিক সংগঠন স্বপ্ন ফাউন্ডেশন। ফাউন্ডেশন ৪র্থ বছর পেরিয়ে ৫ম বছরে পদার্পন করায় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি আজও পালিত হয় দিনব্যাপী কর্মসূচি।
আর শুক্রবার ইউনিয়নের হযরত শাহ মাখদুম রঃ হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যেগে সংগঠন এর সিঃ সহ সভাপতি সাইদুজ্জামান অপু’র সার্বিক সহযোগীতায় ও স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন এর পরিচালনায় সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়। এছাড়া করোনা সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরন করা হয়।
সংগঠনের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মনির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল হাসানাত বাবু’র সঞ্চালনায় উক্ত কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, ইউপি সদস্য আব্দুল মুকিদ, সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক মোঃ আশরাফ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, দফতর সম্পাদক শরীফ উদ্দিন।
স্পন্দন ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকন উজ জামান রনি, প্রতিষ্ঠাতা সভাপতি এইচ কে হেলালুর রহমান, সাধারন সম্পাদক ইমরান আমির আলী, সহ সাধারণ সম্পাদক মাসুম বিন সুলতান, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান রায়হান, সহ ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন।
কর্মসূচিতে দিনব্যাপী প্রায় দুই শতাদিক শিক্ষার্থী-সাধারন মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এই রক্তের গ্রুপ জানতে পারেন।
এছাড়াও সংগঠন এর অন্যতম পৃষ্ঠপোষক মোঃ আশরাফ আলী সামাজিক ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সাধারন সম্পাদক আবুল হাসানাত বাবু বলেন আমাদের সংগঠন চার বছরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে ৫ম বছরে পদার্পন করে। মূলত ৫ম বছরে পদার্পন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলাম যার অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। তিনি আরোও জানান তাদের এই ধরনের সামাজিক ও সেবামূলক কাজ ভবিষ্যতেও চলমান থাকবে।