স্পেন বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা
- আপডেটের সময় : ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ২১৮ টাইম ভিউ
স্পেন বিএনপির মত বিনিময় ও আলোচনা সভা
বকুল খান স্পেন থেকে :স্পেন বিএনপির উদ্যেগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সহ নির্দলীয় নির্বাচন এবং ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে মতবিনিময় ও আলোচনা সভা গতকাল রাতে আনারকলি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে | স্পেন বিএন۔পির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মনিরএর সভাপতিত্বে ও বিএনপি নেতা আবু জাফর রাসেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি মামুনুর রশিদ |বিশেষ অতিথি ছিলেন ,কৃষক দলের আন্তর্জাতিক সম্পাদক আলমগীর কবির ,ইউরোপের সাংগঠনিক সমন্বক জহুরুল ইসলাম মিলন
|বক্তব্য রাখেন ,স্পেন বি এনপির সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু ,যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম তাহের ,হেমায়েত খান , এস এম মনির ,রমিজ উদ্দিন ,সোহেল আহমেদ সামসু ,যুগ্ম সদস্য সচিব জাকিরুল ইসলাম জাকি , আব্দুল আউয়াল খান ,যুবদলের সাধারণ সম্পাদক শাওন আহমেদ ,আকবর শেঠ ,সুমন হাওলাদার মাইন্ উদ্দিন ,মাহফুজুল হক খোকন ,আমির হুসেন প্রমুখ |
কুরআন তেলওয়াত করেন জাহিদ হাসান |আলোচনার সভার শুরুতে
“প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ “দলীয় সঙ্গীত পরিবেশন করেন জহিরুল ইসলাম |
নেতৃবৃন্দ বলেন দেশ আজ আওয়ামী কারাগারে বন্ধী ,এই দেশ পুনরায় গণতান্ত্রিক পক্রিয়ায় ফিরিয়ে আনতে দেশনায়ক তারেক রহমানের “টেক বেক বাংলাদেশ “এই শ্লোগান বুকে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার তাগিদ দেন|