স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন- ২০১৯ অনুষ্ঠিত
- আপডেটের সময় : ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ৫০০ টাইম ভিউ
স্পেনে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্পেনের একটি হলরুমে স্থানীয় সময় ৮ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এ.এস.আর. আই রবিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিজভী আলমের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মজিবুর রহমান।সম্মেলনকে সফল করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত মুজিব আদর্শ সৈনিক আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ স্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ যোগ দেন।
এসময় ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রীর শেখ হাসিনার স্বপ্ন ‘উন্নত বাংলাদেশ’ গড়তে আমাদের অবদান রাখতে হবে। তিনি আরও বলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালীর মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।সেই সাথে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে,যাতে তারা বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণের কাজে বাধা সৃষ্টি করতে না পারে ।
এছাড়াও ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, হাইব্রীড ও স্বাধীনতা বিরোধীরা এখন আওয়ামী লীগকে দূর্বল করতে মাঠে নেমেছে, তাই আমাদেরকে সেই দেশ বিরোধী জামাত-বিএনপি‘র ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্তক থাকতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে। সেই সাথে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পাশে সবাইকে দাঁড়াতে হবে।
পরিশেষে স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এ.এস.আর. আই রবিন বক্তব্যে বলেন,স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠান সফল করার জন্য সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ স্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ যোগ দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ কে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ইউরোপ থেকে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।