স্পন্দন ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত | দেশদিগন্ত
- আপডেটের সময় : ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ২৬২ টাইম ভিউ
স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন কুলাউড়ার এর আলোচনা অনুষ্ঠিত হয়। ২২ জুলাই শনিবার দিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপিং কার্যক্রম শেষে সন্ধা ৭ টায় সংগঠনের কটারকোনা বাজারস্থ কার্যালয়ে দাতা সদস্য ও উপদেষ্টা পরিষদ গঠন এবং সংগঠনের কার্যক্রম গতিবৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল বাছিত বাচ্চুর সভাপতিত্বে, সংগঠনের সভাপতি মাহদী হাসান কামালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান এম আব্দুর রহমান।
উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়াকুব আলী, আব্দুস সালাম শফিক, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, নিতাই পাল, আবুল কালাম, মাওলানা বেলাল হাসান, দাতা সদস্য আব্দুল মুমিত প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আজিজুর রহমান সেজুল, সাধারণ সম্পাদক এইচ কে হেলালুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান রায়হান, অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মুশাহিদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহমেদ রাজু, দপ্তর সম্পাদক মেহেদি হাসান রনি, সিনিয়র সদস্য আবিদুর রহমান জুবেল, সদস্য শাহাবুদ্দীন প্রমুখ।