আপডেট

x


স্ত্রীকে উত্যক্ত, বখাটের বুকে ছুরি বসিয়ে দিলেন স্বামী

শনিবার, ০৪ জুলাই ২০২০ | ৬:৪৭ অপরাহ্ণ | 284 বার

স্ত্রীকে উত্যক্ত, বখাটের বুকে ছুরি বসিয়ে দিলেন স্বামী
অভিযুক্ত খুনি

স্ত্রীকে ইভটিজিং মোটেই সহ্য হলো স্বামীর। রাগের মাথায় বখাটের বুকে বসিয়ে দিলেন ছুরি। হাসপাতালের নিতেই চিকিৎসক ওই বখাটেকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুরে  যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিপন পেশায় মাইক্রোবাস চালক। বাঘারপাড়ার মহিরণ গ্রামের মনিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে গ্রেফতার ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।



অভিযুক্ত বরকত যশোর সদর উপজেলার মোল্লাপাড়ার মাহফুজুর রহমানের ছেলে।

রোববার বেলা পৌনে ২টার দিকে বরকত তার স্ত্রীকে নিয়ে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাসপাতাল গেট সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় রিপনসহ আরো ২-৩ জন ইভটিজিং করেন। বরকত তাদের কর্মকাণ্ডে রাগান্বিত  হয়ে রিপনের বুকে ছুরি বসিয়ে দেয়। এতে রিপন গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অ্যাডিশনাল এসপি তৌহিদুল ইসলাম।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com