দেশদিগন্ত নিউজ ডেস্কঃ শুধু শিক্ষক নয়, বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় পিয়নসহ সব পদেই নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসিএকে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট বিধি-বিধান ও আইন পরিবর্তন করা হবে। গত ৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।
বর্তমানে এন্ট্রি লেভেলের শিক্ষক পদগুলোতে নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসিএর। আইন সংশোধন করে নতুন দায়িত্ব দেয়ার পর পিয়ন থেকে প্রধান শিক্ষক/অধ্যক্ষসহ সব পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করবে এনটিআরসিএ। গত ১৪ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রথমবারের মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পরিদর্শনে এসে অন্যান্য বিষয়ের সাথে এ বিষয়েও উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
জানতে চাইলে এনটিআরসিএর চেয়াম্যান এস এম আশফাক হুসেন বলেন, ‘মন্ত্রণালয় থেকে নির্দেশ পেয়েছি। প্রস্তাব তৈরি করে শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com