স্কুলশিক্ষক থেকে হাজার কোটি টাকার মালিক
- আপডেটের সময় : ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
- / ৩৮১ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ ছিলেন এক সাধারণ স্কুল শিক্ষক। আর এখন তিনি প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ৩৯ হাজার ২৫৩ কোটি ৬২ লাখ টাকা) কোম্পানির মালিক। বাইজু রবীন্দ্রন সাত বছর আগে তৈরি করেছিলেন ‘থিঙ্ক অ্যান্ড লার্ন’ নামে এক কোম্পানি। তারাই তৈরি করে অনলাইন শিক্ষার অ্যাপ বাইজুস। সোমবার (২৯ জুলাই) আনন্দবাজার পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়।
প্রতিবেদনে আরও জানা যায়, বাইজুসের সঙ্গে সম্প্রতি চুক্তি হয়েছে ওয়াল্ট ডিজনির। এই চুক্তির ফলে থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট ১৫০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ১ হাজার ৩২ কোটি ৬৮ লাখ ২৫ হাজার টাকা পায়। সেই হিসেবে থিঙ্ক অ্যান্ড লার্ন কোম্পানির মোট মূল্য এখনও পর্যন্ত দাঁড়িয়েছে ৫ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। আগামী বছরের শুরুর দিকেই ডিজনির হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রেও পরিষেবা চালু করতে চলেছে বাইজুস।
থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেটের ২১ শতাংশ শেয়ার রয়েছে, প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের হাতে। ফলে ৩৭ বছর বয়সী রবীন্দ্রনের এখন সম্পত্তির পরিমাণ এখন প্রায় ৮ হাজার ২৪০ কোটি ১৮ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা।
ভারত এখন এমন এক অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে প্রচুর মানুষ নিজের কিছু করতে চেষ্টা করছেন। আর এর ফলে ধনীর সংখ্যা বৃদ্ধিতে ভারত অনেকের থেকে এগিয়ে। বিলিয়নিয়ারদের তালিকায় রবীন্দ্রন সাম্প্রতিকতম সংযোজন।
রবীন্দ্রনের মতে, ভারতে অনলাইন শিক্ষার বাজার এখন দিন দিন বাড়ছে। আর এটা সম্ভব হয়েছে কম দামের স্মার্ট ফোন আর সস্তার ইন্টারনেটের জন্য। এই বাজার আরও প্রসারিত হচ্ছে।