সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
- আপডেটের সময় : ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ২৯৭ টাইম ভিউ
সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
এক বিবৃতিতে মুকিব বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে প্রেরণের ঘটনায় প্রমাণিত হয় এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করেন।
এখন ফরমায়েসী রায় প্রদানের মাধ্যমে মূলত: সরকার ১/১১’র সরকারের বিরাজনীতিকরণ প্রক্রিয়া বাস্তবায়নের পথেই হাঁটছে, যা সুষ্ঠু রাজনীতির পরিপন্থী।
অবিলম্বে মীর হেলারের বিরুদ্ধে আদালতের সাজা বাতিল করে তাকে নি:শর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানান।