আপডেট

x


সৌদিআরবে ইকামা ও ভিসার মেয়াদ সাময়িক বাড়াল

সোমবার, ০৬ জুলাই ২০২০ | ৫:০৯ অপরাহ্ণ | 244 বার

সৌদিআরবে ইকামা ও ভিসার মেয়াদ সাময়িক বাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে সৌদি প্রবাসীদের মধ্যে যাদের বসবাসের অনুমতির (ইকামা) সময় পেরিয়ে গেছে, তাদের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সেইসঙ্গে সৌদি আরবের বাইরে গিয়ে যারা লকডাউনের কারণে আটকা পড়েছেন, তাদের ফেরার জন্য ভিসার মেয়াদও তিন মাস বাড়ানো হয়েছে। এর জন্য জন্য বাড়তি কোনো ফি প্রবাসীদের দিতে হবে না বলেও জানানো হয়েছে। খবর সৌদি গেজেটের।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের মধ্যে যারা সৌদি আরবে অবস্থান করছেন এবং ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়ার পর যারা সেখানে আটকা পড়ায় ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সবার ক্ষেত্রেই মেয়াদ তিন মাস বাড়ানো হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রবাসীদের মধ্যে যারা ফাইনাল এক্সিট বা রিএন্ট্রি ভিসা নিয়েও লকডাউনের কারণে সৌদি আরব থেকে বের হতে পারেননি, তাদের ভিসার মেয়াদও কোনো ফি ছাড়াই তিন মাস বাড়ানো হয়েছে।



মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে, করোনাভাইরাস সঙ্কটে ব্যক্তি, বেসরকারি খাত, বিনিয়োগকারী এবং অর্থনৈতিক কর্মকাÐের ওপর বিরূপ প্রভাব কমিয়ে আনতে বাদশাহ সালমান এই সিদ্ধান্ত দিয়েছেন। সৌদি আরবের বাইরে গিয়ে প্রবাসীদের মধ্যে যারা এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে আটকা পড়েছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসাও বিনা ফিতে ৩ মাস বৃদ্ধি করা হবে

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com