আপডেট

x


সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০

রবিবার, ১৫ অক্টোবর ২০১৭ | ১:৫০ অপরাহ্ণ | 934 বার

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পৃথক দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ বলছে, বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও কয়েকটি গাড়ি পুড়ে গেছে এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
শনিবার স্থানীয় পুলিশের বিবৃতিতে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানিয়েছে, একটি হোটেলের প্রবেশ পথের কাছে বিস্ফোরক বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়। এতে ২০ জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি আমরা। নিশ্চিতভাবেই নিহতের সংখ্যা আরো বাড়বে। আমরা এখনও নিহতদের সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। ধ্বংসস্তূপে অনেক লাশ রয়েছে।
এছাড়া শহরের মদিনা অঞ্চলে দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয়। এতে নিহত হয় দুজন। স্থানীয় পুলিশ মেজর সিয়াদ ফারাহ জানান, এটিও ছিল গাড়িবোমা। এতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তিনি জানান, বিস্ফোরক রাখার সময় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাব প্রায়ই মোগাদিসুতে হামলা চালিয়ে থাকে। সংগঠনটি সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। বিবিসি।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com