ভিডিওটি প্রকাশের পরপরই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এটি ইতিমধ্যে তিন লাখের বেশি ভিউ হয়েছে। ভিডিওটি দেখে কেউ কেউ ‘ওয়াও’ বললেও, নিন্দাও মিলছে বিস্তর। তবে কোনোকালেই নিন্দায় তোয়াক্কা ছিল না এই সুন্দরী অভিনেত্রীর। পর্দার সামনেও বোল্ড হতে তেমন আপত্তিও নেই তার। সোনমের স্টাইল সেন্সেরও তারিফ করেন অনেকে। সেটার নমুনাও মিলেছে ভিডিতে।
পরিচালক শশাঙ্ক ঘোষের ‘ভীর দি ওয়েডিং’ ২০১৮ সালের শুরুতে মুক্তি পাবে। ইতিমধ্যে ছবির ট্রেলারে নজর কেড়েছেন কারিনা, সোনম, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া।
দ্বিতীয় পর্বের শুটিংয়ের জন্য ফুকেটে পাড়ি দিয়েছেন সোনম-স্বরা-রিয়া। ভিডিও পোস্ট করে স্বরা লিখেছেন, লম্বা বিমান যাত্রার পর অবসর পেয়েই পুলে জমায়েত সুন্দরীরা। আড্ডায় করিনাকে মিস করার কথাও উল্লেখ করেছেন তিনি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com