সূচনার আয়োজনে কুলাউড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেটের সময় : ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ৩৪৬ টাইম ভিউ
দেশ দিগন্ত ডেস্ক: কুলাউড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ ফেব্রুয়ারী) দুপুরে সূচনার আয়োজনে উপজেলা সভাকক্ষে সমন্বয় কমিটির সভা সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার, প্রেস ক্লাব সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন , সূচনার টেকনিক্যাল ম্যানেজার (নিউট্রিশন) ফাতেমা কানিজ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সূচনার উপজেলা প্রজেক্ট কো -অর্ডিনেটর মনোজ কান্তি দাস, সূচনার নিউট্রেশন অফিসার জাকারিয়া হাসান ও গর্ভন্যান্স অফিসার সুয়েব আহমদ সুমন প্রমুখ। সভায় নিরাপদ খাদ্য সর্ম্পকে জানুন খাদ্য উৎপাদন থেকে খাওয়া পর্যন্ত প্রতিটি ধাপ নিরাপদ রাখুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিগত সভার কার্যবিবরনী সিদ্ধান্ত সমূহ পর্যালোচনা, খাদ্য নিরাপত্তা বিষয়ে করণীয়, সূচনা কার্যক্রমের উপর উপস্থাপনা সহ পুষ্টি বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়।