আপডেট

x


সুশান্তের স্বাক্ষর জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা সরাতেন রিয়া

সোমবার, ১৭ আগস্ট ২০২০ | ১:৫৭ অপরাহ্ণ | 302 বার

সুশান্তের স্বাক্ষর জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা সরাতেন রিয়া

বলিউড তারকা সুশান্তের মৃত্যুর ঘটনায় একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। এবার তথ্য মিলেছে, প্রয়াত এই অভিনেতাকে  ওষুধ খাইয়ে অচেতন করে রেখে তার স্বাক্ষর  জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছেন রিয়া চক্রবর্তী! সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরায় এমনটাই জানিয়েছেন সুশান্তের সাবেক ম্যানেজার শ্রুতি মোদী। এখানেই শেষ নয়, জানা গেছে, ইডির জেরার মুখে ভেঙে পড়েন শ্রুতি মোদী। রিয়ার বিরুদ্ধে তিনি রাজসাক্ষী হতেও সম্মত হয়ে যান বলে খবর।
সূত্রের খবর, শ্রুতি মোদী ইডির জেরায় জানিয়েছেন, সুশান্তকে প্রায় ৩ মাস ওষুধ দিয়ে অচেতন করে রেখেছিলেন রিয়া। সেসময়ই সুশান্তের স্বাক্ষর জাল করে তার অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা সরিয়ে নেন তিনি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সুশান্তের প্যানকার্ড সহ কোম্পানি বেশ কিছু কাগজপত্র। পুরনো কাগজপত্রে থাকা সুশান্তের সইয়ের সঙ্গে তার সাম্প্রতিক কালের বেশকিছু সই মিলছে না বলে দাবি করা হচ্ছে।

 



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com