ড. আসিফ নজরুল তার ফেসবুক পেইজে লিখেছেন,”সুলতান মনসুর ভাই, সবই বুঝলাম। আমার প্রশ্ন শুধু দুটো: এক: ধানের শীষের দলের বিপক্ষেই যদি দাড়ালেন, তাহলে ধানের শীষে নির্বাচন করেছিলেন কেন? অন্য যে কোন প্রতীকে তো নির্বাচন করতে পারতেন? কেন করেননি?
দুই: যে দলের ভোটারদের ভোটে আপনি নির্বাচিত হলেন, সে দলের নেত্রী দু:সহ জেলবন্দী কাটাচ্ছেন আজ একবছর ধরে। সংসদে ভাষন দেয়াকালে সামান্য কৃতজ্ঞতা থেকে একবারো কি তার কথা বলার দায় আপনি অনুভব করেননি ধানের শীষের ভোটারদের কথা ভেবে?
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com