সুরমা নদী পাড়ি দেওয়ার সময় তলিয়ে যাওয়া মনাফের সন্ধান মিলেনি
- আপডেটের সময় : ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ৩৯৮ টাইম ভিউ
মঙ্গলবার (২৩ জুন)সকাল অনুমান ৮টার দিকে কানাইঘাটে গরু নিয়ে সুরমা নদী পাড়ি দেওয়ার সময় পানির শ্রোতে তলিয়ে যাওয়া আব্দুল মনাফের কোন সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায় নি। সিলেট ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কয়েক ঘন্টা ঘটনাস্থল সুরমা নদীর লোভারমুখ নামক স্থানের আশপাশে ব্যাপক তল্লাশী চালিয়েও তার কোন সন্ধান মিলেনি।
আব্দুল মনাফ (১৯) সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া করডি গ্রামের আজির উদ্দিনের ছেলে।
জানা যায়, আব্দুল মনাফ মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজের পরিবারের কয়েকটি গরু সুরমা নদীর লোভারমুখ থেকে স্থানীয় মেচার চরে চরানোর জন্য সুরমা নদী পার হওয়ার সময় নদীর শ্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ব্যাপক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে সংবাদ দিলে ডুবুরি দলের সদস্যারা দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তল্লাশী করে মনাফকে জীবিত অথবা মৃত অবস্থায় উদ্ধার করতে পারে নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাননি তার স্বজনরা। মনাফের কোন সন্ধান না পাওয়ায় তার পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে মাতম চলছে।