আপডেট

x


সুরমার পানি কমলেও, বাড়ছে কুশিয়ারায়

সোমবার, ২৯ জুন ২০২০ | ৪:২৫ অপরাহ্ণ | 253 বার

সুরমার পানি কমলেও, বাড়ছে কুশিয়ারায়

সিলেটে সুরমা নদীর পানি কমলেও বেড়েছে কুশিয়ারা নদীর পানি। সুরমা নদীর সোমবার একটি পয়েন্টে বিপদসীমার উপরে থাকলেও অপর পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে। এছাড়াও কুশিয়ারা নদীর পানি বাড়লেও কমেছে অন্যান্য নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় জানিয়েছে, সোমবার বেলা ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কাল রবিবার সন্ধ্যা ৬ টায় এ পয়েন্টে বিপদসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।



আর সুরমা নদীর পানি রবিবার সিলেট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলেও, সোমবার সকাল থেকে কমতে শুরু করেছে ছে। রবিবার সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা ছিল ১০.৮২ মিটার। আজ সোমবার বেলা ১২টায় একই সময়ে পানির উচ্চতা দাঁড়িয়েছে ১০.৭৮ মিটার। যা বিপদসীমা ৫ সেন্টিমিটার নিচে।

কুশিয়ারা নদীর পানির উচ্চতা আমলশিদ পয়েন্টে গতকাল রবিবার সন্ধ্যায় ১৪.৯৭ মিটার ছিল। আজ সোমবার সকাল ৯ টায় উচ্চতা ১ সেন্টিমিটার কমে দাড়িয়েছে ১৪.৯৬ মিটারে। শেওলা পয়েন্টে কুশিয়ারার পানির উচ্চতা রবিবার সন্ধ্যায় ছিল ১২.৩৩ মিটার। সোমবার বেলা ১২টা পর্যন্ত এ পয়েন্টে পানি অপরিবর্তিত রয়েছে। শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানির উচ্চতা কাল সন্ধ্যায় ছিল ৭.৮০ মিটার, আজ বেলা ১২টায় তা বেড়ে হয়েছে ৭.৯০ মিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি রবিবার সন্ধ্যায় ছিল ৯.৩১ মিটার, সোমবার বেলা ১২টায় পানি বেড়ে হয়েছে ৯.৩৫ মিটার।

পানি কিছুটা কমেছে সারি ও লোভা নদীর পানি। রবিবার সন্ধ্যা ৬টায় সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ১১.৭৫ মিটারে। আজ বেলা ১২টায় পানি আরো নিচে নেমে এসেছে। প্রবাহিত হচ্ছে ১১.৬৭ মিটার দিয়ে।

এদিকে, কানাইঘাটের লোভা নদীর পানি গতকালের ১৪.৬৯ মিটার থেকে কমে আজ দুপুরে দাঁড়িয়েছে ১৪.৩৫ মিটার।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com