জনপ্রিয় গায়ক কাজী শুভ’র নতুন গানের মিউজিক ভিডিও ‘সুন্দরী’ ইউটিউবে প্রকাশ হলো আজ। এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে ব্যাপক আয়োজনে নির্মাণ করা হয় ভিডিওটি। গানটিতে অভিনয় করেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। তার সঙ্গে কাজী শুভকেও দেখা যাবে ভিডিওতে। আরো রয়েছেন মডেল হামজা।
কাজী শুভ বলেন, সুন্দরী গানটিতে দর্শকশ্রোতারা নতুন এক কাজী শুভকে খুঁজে পাবেন। একেবারে ভিন্ন ধারার গান এটি। গানের সঙ্গে মিল রেখে জাকমজকপূর্ণ ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি গানটি দর্শকশ্রোতাদের মন ছুঁয়ে যাবে।টয়া বলেন, এমন কিছু কাজ রয়েছে যার শুরুতেই বলা যায় কতটা দর্শকপ্রিয়তা পাবে। এ গানটি তেমনটি একটি গান। আমার ক্যারিয়ারের অন্যতম ভালো কাজ এটি। গানটির সঙ্গে নেচে আমারও দারুণ লেগেছে। যে কোনো উৎসবে বাজানোর মতো একটি গান। ভিডিও নির্মাণে আয়োজনের দিক থেকে কোনো অংশে কম ছিল না। গানের পাশাপাশি ভিডিওটি অসাধারণ হয়েছে।রবিউল ইসলামের জীবনের কথায় গানটির সুর করছেন শিল্পী নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন রাফি। ভিডিওটি নির্মাণে ডিওপি হিসেবে ছিলেন ফরহাদ হোসেন ও গ্রোরিওগ্রাফার হিসেবে ছিলেন আসিফ- রোহান।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com