আপডেট

x


সুনামগঞ্জে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২

বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯ | ৭:১৫ অপরাহ্ণ | 882 বার

সুনামগঞ্জে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে একটি বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার রণবিদ্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



এলাকাবাসী জানান, ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিল। রণবিদ্যা এলাকার বেইলি সেতুতে উঠে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে। রেলিং ভাঙার সঙ্গে সঙ্গে সেতুটি ভেঙে যায়। ট্রাকে আটকা পড়া পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ধাম বলতে পারেনি প্রশাসন। হতাহতরা সবাই ট্রাকে ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল (রাজস্ব) আলম জানান, উদ্ধারকর্মীরা গিয়ে একজনের লাশ উদ্ধার হয়েছে। আরও একজনের লাশ ট্রাকের ভেতরে আটকে আছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com