ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ যেকোনো প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়: দুদক সচিব শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন পর্তুগাল বিএনপি আহবায়ক কমিটির জুমে জরুরী সভা অনুষ্ঠিত হয় এমপি আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় আটক তিনজন , এতে বাংলাদেশী মানুষ জড়িত:স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

সুনামগঞ্জের জগন্নাথপুরের চামড়া ফেলা হলো নগরের আম্বরখানা

দেশদিগন্ত ডেস্ক
  • আপডেটের সময় : ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
  • / ৪৪৩ টাইম ভিউ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কোরবানীর পশুর চামড়া ফেলা হয়েছে সিলেট নগরের আম্বরখানা এলাকায়। এলাকাবাসী বিষয়টি জানানোর পর মেয়র আরিফুল হক চৌধুরী সেখানে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে তা পরিষ্কার করেন।

জানা যায়, সিলেটের জগন্নাথপুর উপজেলার কোরবানীর পশুর চামড়া নগরের আম্বরখানা পয়েন্ট সংলগ্ন একটি খালি প্লটে এনে ফেলা হয়েছে। এতে এলাকায় প্রচন্ড দুর্গন্ধের সৃষ্টি হয়। আজ রবিবার দুপুর ১২ টার আম্বরখানার এলাকার এক শিক্ষিকা মেয়র আরিফুল হক চৌধুরীকে ফোন করে বিষয়টি জানান। এরপর মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে তা পরিষ্কার করেন। জগ্ননাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক এই প্লটটির মালিক বলে জানা গেছে। জগন্নাথপুরে কোথাও চামড়া ফেলার জায়গা না পেয়ে আম্বরখানায় তার প্লটে এনে ফেলেছেন বলে তিনি মেয়র আরিফকে জানিয়েছেন।

এই বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন,’ কোরবানীর পশুর চামড়া,বর্জ্য পরিষ্কার হয়েছে কি না তা দেখার জন্য আমি আজ সকালে বের হই। দুপুর বারোটার দিকে এক শিক্ষিকা ফোন দিয়ে বলেন আম্বরখানায় চামড়া এবং পশুর বর্জ্যে সারা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তারপর আমরা আম্বরখানায় সেই জায়গায় গিয়ে দেখি অনেক চামড়া এসব ফেলে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খবর নিয়ে জানলাম এটা সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার এক ইউনিয়ন চেয়ারম্যানের জায়গা। এসময় তারসঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জগন্নাথপুরে তিনি চামড়া ফেলার জায়গা না পেয়ে এখানে এনে ফেলেছেন। এসময় সেই চেয়ারম্যান মেয়র আরিফকে বলেন তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া যায় তা নেওয়ার জন্য।

এই বিষয়ে সেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? জিজ্ঞেস করলে মেয়র আরিফ বলেন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সিলেটের জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং মন্ত্রণালয়েও জানানো হবে ।

পোস্ট শেয়ার করুন

সুনামগঞ্জের জগন্নাথপুরের চামড়া ফেলা হলো নগরের আম্বরখানা

আপডেটের সময় : ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কোরবানীর পশুর চামড়া ফেলা হয়েছে সিলেট নগরের আম্বরখানা এলাকায়। এলাকাবাসী বিষয়টি জানানোর পর মেয়র আরিফুল হক চৌধুরী সেখানে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে তা পরিষ্কার করেন।

জানা যায়, সিলেটের জগন্নাথপুর উপজেলার কোরবানীর পশুর চামড়া নগরের আম্বরখানা পয়েন্ট সংলগ্ন একটি খালি প্লটে এনে ফেলা হয়েছে। এতে এলাকায় প্রচন্ড দুর্গন্ধের সৃষ্টি হয়। আজ রবিবার দুপুর ১২ টার আম্বরখানার এলাকার এক শিক্ষিকা মেয়র আরিফুল হক চৌধুরীকে ফোন করে বিষয়টি জানান। এরপর মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে তা পরিষ্কার করেন। জগ্ননাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক এই প্লটটির মালিক বলে জানা গেছে। জগন্নাথপুরে কোথাও চামড়া ফেলার জায়গা না পেয়ে আম্বরখানায় তার প্লটে এনে ফেলেছেন বলে তিনি মেয়র আরিফকে জানিয়েছেন।

এই বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন,’ কোরবানীর পশুর চামড়া,বর্জ্য পরিষ্কার হয়েছে কি না তা দেখার জন্য আমি আজ সকালে বের হই। দুপুর বারোটার দিকে এক শিক্ষিকা ফোন দিয়ে বলেন আম্বরখানায় চামড়া এবং পশুর বর্জ্যে সারা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। তারপর আমরা আম্বরখানায় সেই জায়গায় গিয়ে দেখি অনেক চামড়া এসব ফেলে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খবর নিয়ে জানলাম এটা সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার এক ইউনিয়ন চেয়ারম্যানের জায়গা। এসময় তারসঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জগন্নাথপুরে তিনি চামড়া ফেলার জায়গা না পেয়ে এখানে এনে ফেলেছেন। এসময় সেই চেয়ারম্যান মেয়র আরিফকে বলেন তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া যায় তা নেওয়ার জন্য।

এই বিষয়ে সেই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? জিজ্ঞেস করলে মেয়র আরিফ বলেন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সিলেটের জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং মন্ত্রণালয়েও জানানো হবে ।