সীমান্তের খুব কাছে চীনের সামরিক হেলিকপ্টার, ভারতের যুদ্ধবিমান মোতায়েন
- আপডেটের সময় : ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- / ৫৩০ টাইম ভিউ
দেশদিগন্ত ডেস্ক :-উত্তর সিকিম সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর এবার দুই দেশের মধ্যে লাইন অব একচুয়াল কন্ট্রোলের (এলএসি) খুব কাছে উড়তে দেখা গেছে চীনের সামরিক হেলিকপ্টার। এ ঘটনার পরই দ্রুততার সঙ্গে ওই অঞ্চলে প্রহরায় যায় ভারতের বিমানবাহিনীর যুদ্ধবিমান। সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। তাদের পরিবেশিত রিপোর্ট প্রকাশ করেছে অনলাইন এনডিটিভি। এর আগে দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ওই এলাকায় এলএসি বরাবর সংঘর্ষে উভয় পক্ষে সেনা সদস্যরা আহত হয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে, চীনের এমন পদক্ষেপের ফলে ভারত তার যুদ্ধবিমান পাঠাতে বাধ্য হয় লাদাখ এলাকায় প্রহরা দিতে। সরকারি সূত্রগুলো এএনআই’কে বলেছেন, চীনা সামারিক বাহিনীর হেলিকপ্টারগুলো এলএসির খুব কাছ দিয়ে উড়ছিল। এরপরই ওই অঞ্চলে ভারত তার বিমান বাহিনীর যুদ্ধবিমান পাঠায়।