ছয়ফুল আলম সাইফুলঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারের কাঁধে। তার অধিনায়কত্বে ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলের ২০১৬ সালের আসরে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আগের আসরে সিলেটের অধিনায়ক ছিলেন নাসির হোসেন। তবে এবার নাসিরকে আর দলপতির ভূমিকায় দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন দলের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। টাইগার অলরাউন্ডারের জায়গায় অভিজ্ঞ ওয়ার্নারের ওপর ভরসা রাখছেন তারা। আগের আসরে সিলেটের অধিনায়ক ছিলেন নাসির হোসেন। তবে এবার নাসিরকে আর দলপতির ভূমিকায় দেখা যাবে না বলে নিশ্চিত করেছেন দলের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। টাইগার অলরাউন্ডারের জায়গায় অভিজ্ঞ ওয়ার্নারের ওপর ভরসা রাখছেন তারা। উল্লেখ্য, আগামী ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে সিলেট। দলে ওয়ার্নার ছাড়াও সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীরের মত বিদেশি তারকা আছেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com