আপডেট

x


সিলেট বিভাগে ১৪৯ জনের করোনা শনাক্ত

সোমবার, ২০ জুলাই ২০২০ | ৩:০০ পূর্বাহ্ণ | 153 বার

সিলেট বিভাগে ১৪৯ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগের চার জেলায় রবিবার (১৯ জুলাই) একদিনে ১৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৭০ জন, সুনামগঞ্জ জেলায় ৪৫ জন, হবিগঞ্জ জেলায় ৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছেন।
রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার হাসপাতালের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৬ জন চিকিৎসকসহ ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৫০ জন, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ৮ এবং মৌলভীবাজার জেলার ২৬ জন রয়েছেন।
সিলেট জেলার নতুন শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলার ৪৫ জন, জকিগঞ্জ উপজেলার ২ জন এবং বিশ^নাথ, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১ জন রয়েছেন। এছাড়া গতকাল শাবির ল্যাবে সিলেট জেলার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রবিবার ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪০ জন সুনামগঞ্জ জেলার এবং ২০ জন সিলেট জেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে বুধবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
রবিবার রাতে শনাক্ত হওয়া ১৪৯ জন নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭৫১ জনে। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫০০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৩২৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৩ জন এবং মৌলভীবাজারে ৮৬৫ জন।
রবিবার সকাল পর্যন্ত বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৮ জন। এর মধ্যে সর্বোচ্চ ৮৮ জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ১০ জন মারা গেছেন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com