ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন

সিলেট বিভাগে গরম মসলার বাজার ঠান্ডা

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • / ৩৬৬ টাইম ভিউ

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিবছর চাহিদা বাড়ে মসলা জাতীয় পণ্যের। সেই সঙ্গে বৃদ্ধি পায় দামও। তবে এবার ব্যাতিক্রম। তেমন দাম বাড়েনি মসলার। তবে দাম বেড়েছে সবজির।
ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাসের কারণে ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে গেছে। গত কয়েকমাস ধরে মসলার বিক্রি কম হয়েছে। অনেক ব্যবসায়ীর কাছে আগের অবিক্রির মসলা জমা রয়েছে। তাই এবার তেমন দাম বাড়েনি।
শুক্রবার (১৭ জুলাই) সিলেট নগরের কয়েকটি বাজার ঘুরে জানা যায়, বাজারে দেশি পেঁয়াজ ২৮ থেকে ৩২ টাকা ও আমদানি করা পেঁয়াজ ২২ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ও আমদানি করা রসুন মানভেদে প্রতি কেজি ৭০ টাকা থেকে ৯০ টাকা, হলুদ ১৪০ টাকা থেকে ১৬০ টাকা, আদা ১২০ টাকা থেকে ১৪০ টাকা, জিরা ৩৮০ টাকা থেকে ৪৫০ টাকা, দারুচিনি ৩৮০ টাকা থেকে ৪৬০ টাকা, লবঙ্গ ৭৫০ টাকা থেকে ৮৫০ টাকা, এলাচ ২ হাজার ৭শ টাকা থেকে ৪ হাজার টাকা, শুকনো মরিচ ১৮০ টাকা থেকে ২৫০ টাকা, তেজপাতা ১শ টাকা থেকে ১২০ টাকা ও ধনেপাতা ১শ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, গত বছরের এই সময়ে বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৩৫ টাকা থেকে ৫০ টাকা, রসুন ১২০ টাকা থেকে ১৬০ টাকা, হলুদ ১৮০ টাকা থেকে ২২০ টাকা, এলাচ ১ হাজার ২শ টাকা থেকে ১ হাজার ৬শ টাকা ছিলো। গত বছরের এই সময়ের তুলনায় এবার পণ্যের দাম ১০ থেকে ৪০ শতাংশ কম।
নগরের বন্দরবাজার ও কুলাউড়ার এলাকার ব্যবসায়ীরা বলেন, মসলা জাতীয় পণ্যের বাজার ক্রেতাদের নিয়ন্ত্রণে। গত কয়েকবছর ঈদের আগের মাসে যে পরিমাণ বিক্রি হতো এবার তা নেই। করোনাভাইরাসের কারণে অনেকে কোরবানিই দিবে না। তাই মসলার বিক্রি কম।
একই বাজারের ক্রেতা রায়হান আহমেদ বলেন, এবার মসলা জাতীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। তবে এই কম টাকায় মসলা কেনার টাকাও আমাদের কাছে নেই। করোনার কারনে বেশিরভাগ মানুষের আয় রোজগার বন্ধ।
এদিকে সিলেট নগর ও মৌলভীবাজার জেলার কুলাউড়ার কয়েকটি সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির প্রচুর সরবরাহ রয়েছে। তবে দাম বেশি। গতমাসে ৫০ টাকা থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ২শ টাকায়। এছাড়া বাজারে প্রতি কেজি কাঁকরোল ৪০ টাকা থেকে ৫০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঝিঙা ও চিচিঙা ৩৫ টাকা থেকে ৪০ টাকা, করলা ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ৩০ টাকা থেকে ৩৫ টাকা, ঢেঁড়স ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে জালি লাউ আকারভেদে ৩০ টাকা থেকে ৫০ টাকা, লেবু প্রতি হালি ১৫ টাকা থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
মদিনা মার্কেট এলাকার সবজি বিক্রেতা জানান, বন্যা ও সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।
বাজারে প্রচুর ফলের সরবরাহ দেখা গেছে, কেজিতে বিভিন্ন জাত ও মানের আম বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়ারা ৫০ টাকা থেকে ৬০ টাকা, লটকন ৮০ টাকা থেকে ১শ টাকা, আপেল ১৪০ টাকা থেকে ২শ টাকা, মালটা ১৮০ টাকা থেকে ২শ টাকা ও প্রতি হালি আনারস আকারভেদে ১শ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কিছু বেড়েছে চালের দাম। প্রতি কেজি জিরা সিদ্ধ ৬০ টাকা, মিনেিকট ৫২ টাকা, কাজললতা ৫২ টাকা, কাটারী ৫৭ টাকা, পাইজম ৪৮ টাকা, সুপার মালা ৫০ টাকা ও চিনিগুড়া ১শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কুলাউড়া উপজেলা পিরের বাজার এলাকার বিক্রেতা পারভেজ আহমেদ জানান, প্রতি কেজি চালের দাম গড়ে ২ থেকে ৫ টাকা কেজিতে বেড়েছে।
ঈদকে গিয়ে কিছুটা কমেছে মাংসের দাম। চলতি মাসের শুরুতে ১৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৩০ টাকা কেজিতে।
এছাড়া বাজারে প্রতি হালি মুরগির ডিম ৩৫ টাকা, হাঁসের ডিম ৪৫ টাকা, চিনি ৬০ টাকা, বড় দানার মসুর ডাল ৭০ টাকা থেকে ৮০ টাকা, ছোলা ৭০ টাকা, খোলা আটা ৩০ টাকা ও ময়দা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

পোস্ট শেয়ার করুন

সিলেট বিভাগে গরম মসলার বাজার ঠান্ডা

আপডেটের সময় : ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতিবছর চাহিদা বাড়ে মসলা জাতীয় পণ্যের। সেই সঙ্গে বৃদ্ধি পায় দামও। তবে এবার ব্যাতিক্রম। তেমন দাম বাড়েনি মসলার। তবে দাম বেড়েছে সবজির।
ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাসের কারণে ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে গেছে। গত কয়েকমাস ধরে মসলার বিক্রি কম হয়েছে। অনেক ব্যবসায়ীর কাছে আগের অবিক্রির মসলা জমা রয়েছে। তাই এবার তেমন দাম বাড়েনি।
শুক্রবার (১৭ জুলাই) সিলেট নগরের কয়েকটি বাজার ঘুরে জানা যায়, বাজারে দেশি পেঁয়াজ ২৮ থেকে ৩২ টাকা ও আমদানি করা পেঁয়াজ ২২ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ও আমদানি করা রসুন মানভেদে প্রতি কেজি ৭০ টাকা থেকে ৯০ টাকা, হলুদ ১৪০ টাকা থেকে ১৬০ টাকা, আদা ১২০ টাকা থেকে ১৪০ টাকা, জিরা ৩৮০ টাকা থেকে ৪৫০ টাকা, দারুচিনি ৩৮০ টাকা থেকে ৪৬০ টাকা, লবঙ্গ ৭৫০ টাকা থেকে ৮৫০ টাকা, এলাচ ২ হাজার ৭শ টাকা থেকে ৪ হাজার টাকা, শুকনো মরিচ ১৮০ টাকা থেকে ২৫০ টাকা, তেজপাতা ১শ টাকা থেকে ১২০ টাকা ও ধনেপাতা ১শ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, গত বছরের এই সময়ে বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৩৫ টাকা থেকে ৫০ টাকা, রসুন ১২০ টাকা থেকে ১৬০ টাকা, হলুদ ১৮০ টাকা থেকে ২২০ টাকা, এলাচ ১ হাজার ২শ টাকা থেকে ১ হাজার ৬শ টাকা ছিলো। গত বছরের এই সময়ের তুলনায় এবার পণ্যের দাম ১০ থেকে ৪০ শতাংশ কম।
নগরের বন্দরবাজার ও কুলাউড়ার এলাকার ব্যবসায়ীরা বলেন, মসলা জাতীয় পণ্যের বাজার ক্রেতাদের নিয়ন্ত্রণে। গত কয়েকবছর ঈদের আগের মাসে যে পরিমাণ বিক্রি হতো এবার তা নেই। করোনাভাইরাসের কারণে অনেকে কোরবানিই দিবে না। তাই মসলার বিক্রি কম।
একই বাজারের ক্রেতা রায়হান আহমেদ বলেন, এবার মসলা জাতীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। তবে এই কম টাকায় মসলা কেনার টাকাও আমাদের কাছে নেই। করোনার কারনে বেশিরভাগ মানুষের আয় রোজগার বন্ধ।
এদিকে সিলেট নগর ও মৌলভীবাজার জেলার কুলাউড়ার কয়েকটি সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির প্রচুর সরবরাহ রয়েছে। তবে দাম বেশি। গতমাসে ৫০ টাকা থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ২শ টাকায়। এছাড়া বাজারে প্রতি কেজি কাঁকরোল ৪০ টাকা থেকে ৫০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঝিঙা ও চিচিঙা ৩৫ টাকা থেকে ৪০ টাকা, করলা ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ৩০ টাকা থেকে ৩৫ টাকা, ঢেঁড়স ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে জালি লাউ আকারভেদে ৩০ টাকা থেকে ৫০ টাকা, লেবু প্রতি হালি ১৫ টাকা থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
মদিনা মার্কেট এলাকার সবজি বিক্রেতা জানান, বন্যা ও সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।
বাজারে প্রচুর ফলের সরবরাহ দেখা গেছে, কেজিতে বিভিন্ন জাত ও মানের আম বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়ারা ৫০ টাকা থেকে ৬০ টাকা, লটকন ৮০ টাকা থেকে ১শ টাকা, আপেল ১৪০ টাকা থেকে ২শ টাকা, মালটা ১৮০ টাকা থেকে ২শ টাকা ও প্রতি হালি আনারস আকারভেদে ১শ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কিছু বেড়েছে চালের দাম। প্রতি কেজি জিরা সিদ্ধ ৬০ টাকা, মিনেিকট ৫২ টাকা, কাজললতা ৫২ টাকা, কাটারী ৫৭ টাকা, পাইজম ৪৮ টাকা, সুপার মালা ৫০ টাকা ও চিনিগুড়া ১শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কুলাউড়া উপজেলা পিরের বাজার এলাকার বিক্রেতা পারভেজ আহমেদ জানান, প্রতি কেজি চালের দাম গড়ে ২ থেকে ৫ টাকা কেজিতে বেড়েছে।
ঈদকে গিয়ে কিছুটা কমেছে মাংসের দাম। চলতি মাসের শুরুতে ১৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৩০ টাকা কেজিতে।
এছাড়া বাজারে প্রতি হালি মুরগির ডিম ৩৫ টাকা, হাঁসের ডিম ৪৫ টাকা, চিনি ৬০ টাকা, বড় দানার মসুর ডাল ৭০ টাকা থেকে ৮০ টাকা, ছোলা ৭০ টাকা, খোলা আটা ৩০ টাকা ও ময়দা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।