সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৪২ জন শনাক্ত
- আপডেটের সময় : ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ৪৩০ টাইম ভিউ
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭৮ জন, সুনামগঞ্জ জেলায় ১৩ জন, হবিগঞ্জ জেলায় ২১ জন এবং মৌলভীবাজার জেলায় ৩০ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩শ ৫ জনে গিয়ে দাঁড়াল।
আজ রবিবার (২১ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় আজ রবিবার (২১ জুন) ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৫৩ জন রয়েছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরম মধ্যে সিলেটের ৫৩ জন রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় আজ ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৫ জন সিলেট জেলার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। দুই ল্যাবের নমুনা পরীক্ষায় মোট সিলেট জেলার ৭৮ জন করেনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
শনিবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগী ছিলেন ১৭৬৮ জন। নতুন ৭৮ জন শনাক্ত হওয়ায় সিলেট জেলায় এখন আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮শ ৪৬ জনে।
এছাড়া আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাবির ল্যাবে আজ ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১২ জন সুনামগঞ্জ জেলার। এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে সুনামগঞ্জের আরও একজনের করোনা শনাক্ত হয়। এনিয়ে আজ সুনামগঞ্জ জেলার মোট ১৩ জনের করোনা শনাক্ত হয়।
শনিবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে করোনা আক্রান্ত রোগী ছিলেন ৭৮৮জন। নতুন ১৩ জন নিয়ে এ জেলায় এখন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮০১ জনের।
হবিগঞ্জের আজ আরও ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার (২১ জুন) ঢাকা থেকে ১৫ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল। তিনি বলেন, ‘আজ রবিবার জেলায় আরও ১৫ করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট আজ রাতে ঢাকা থেকে পাঠানো হয়েছে।’
জানা যায় নতুন আক্রান্তদের মধ্যে নবীগঞ্জের ৬, মাধবপুরের ৪, বাহুবলের ১, সদরের ৩ ও চুনারুঘাটের একজন।
এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে হবিগঞ্জের আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে হবিগঞ্জে রবিবার মোট ২১ জনের করোনা শনাক্ত হয়।
হবিগঞ্জ জেলায় এখন পর্যন্ত মোট ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৬৬ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন পাঁচজন ।
এদিকে, মৌলভীবাজারে আজ রবিবার (২১ জুন) নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ তিনি সিলেট মিররকে বলেন, ‘মৌলভীবাজারে আজ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’ এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এদিন রাতে মৌলভীবাজারের আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ৩০ জন নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৫ জনে। মৌলভীবাজারে ইতোমধ্যে ৯৪ জন সুস্থ হয়েছেন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।
শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১শ ৬৩ জন। রাতে ১৪২ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৩ হাজার ৩ম ৫ জন।