আপডেট

x


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জন শনাক্ত

শনিবার, ২৭ জুন ২০২০ | ৪:১২ পূর্বাহ্ণ | 260 বার

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জন শনাক্ত

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জ জেলায় ২২ জন, হবিগঞ্জ জেলায় ১৫ জন এবং মৌলভীবাজার জেলায় ২৮ জন রয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শুকবার সিলেট জেলায় ১২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪৭০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা।
নতুন শনাক্তদের মধ্যে র‌্যাব সদস্য এবং চারজন চিকিৎসক রয়েছেন। শনাক্তদের মধ্যে সিলট সদর এবং মহানগর এলাকার ৯৫ জন এবং বিভিন্ন উপজেলার ২৪ জন রয়েছেন। উপজেলার ২৪ জনের মধ্যে গোয়াইনঘাটের ৪ জন, বালাগঞ্জের ৪ জন, বিশ্বনাথের ১ জন, ফেঞ্চুগঞ্জের ৮ জন. কানাইঘাটের ৪ জন ও জকিগঞ্জের ৩ জন। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি তিনজন রয়েছেন নতুন শনাক্তের তালিকায়।
শুক্রবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৯২ জন। নতুন আরও ১২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এসংখ্যা এখন দাঁড়াল ২ হাজার ২শ ১৪ জনে। এ পর্যন্ত সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৪৮ জনের। সুস্থ হয়েছেন ৩১০ জন।
এছাড়া একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে শুক্রবার ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
শুক্রবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯১০ জন। নতুন আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন দাঁড়াল ৯৩২ জনে। শুক্রবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩২২ জন।
হবিগঞ্জেও শুক্রবার আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি বলেন, ‘আজ শুক্রবার জেলায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট ঢাকা থেকে পাঠানো হয়েছে।’ আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ১৩ জন এবং বাহুবলের দুইজন জন।’
শুক্রবার সকাল পর্যন্ত হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫২২ জন। নতুন আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় হবিগঞ্জে এ সংখ্যা এখন দাঁড়াল ৫৩৭ জনে। শুক্রবার সকাল পর্যন্ত হবিগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ছয়জনের আর সুস্থ হয়েছেন ১৮৮ জন।
এদিকে মৌলভীবাজার জেলায় নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. তওহীদ আহমেদ।
তিনি দেশদিগন্ত কে বলেন, ‘মৌলভীবাজারে শুক্রবার ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’ আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদরের ১৮ জন, কুলাউড়ার ২ জন, জুড়ির ৫ জন, কমলগঞ্জ ২ জন ও রাজনগরের একজন।
শুক্রবার সকাল পর্যন্ত এ জেলায় করোনা শনাক্ত হওয়া রোগী ছিলেন ৩৮৬ জন। নতুন শনাক্ত হওয়া আরও ২৮ জন নিয়ে মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪১৪ জনে। তাদের মধ্যে ১৫০ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৪ জন।
শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯শ ১০ জন। রাতে ১৮৭ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৪ হাজার ৯৭ জন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com