সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল পর্যন্ত বিভাগে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার।
গত ২৪ ঘন্টায় বিভাগে আরও ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরও ৪৫ জনের করোনা শনাক্ত হয়। বাকিদের রিপোর্ট ঢাকার ল্যাব থেকে পাঠানো হয়। এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৬২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬৭ জন। আর ইতিমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ১ হাজার ২২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৪ হাজার ৪৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৪৫৭ জন, সুনামগঞ্জে ৯৮২ জন, হবিগঞ্জে ৫৯৩ জন ও মৌলভীবাজারে ৪৩০ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে ৭৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৯ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে ছয়জন ও হবিগঞ্জে ছয়জন। গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় দুইজনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ২৬৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১০১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬৭ জন ও মৌলভীবাজারে ১০ জন।
জানা গেছে, সিলেট বিভাগে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১২২৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৪০২ জন, সুনামগঞ্জে ৪১১ জন, হবিগঞ্জে ২১৬ জন ও মৌলভীবাজারে ১৯৮ জন। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৬২ জন।
এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, ‘ গত ২৪ ঘন্টায় ঢাকার ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে
নতুন করে সিলেট বিভাগের আরও ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলায় দুইজনের মৃত্যু হয়েছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com