সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩২ জনে।
সবশেষ গত ২৪ ঘণ্টায় আরও ৫৯ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৪১ জন, সুনামগঞ্জের ১৬ জন এবং হবিগঞ্জ জেলায় ২ জন।
এই সময়ে মৃত্যু হয়েছে দুইজনের। তারা সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৮ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৫২ জন, হবিগঞ্জে ৮৬৪ জন ও মৌলভীবাজারের ৬০৮ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৯৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৬ জন, সুনামগঞ্জে আটজন, হবিগঞ্জে ছয়জন এবং মৌলভীবাজার জেলায় সাতজন রয়েছেন।
করোনা আক্রান্ত ২৪৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৪ জন, হবিগঞ্জের হাসপাতালে ৭২ জন ও মৌলভীবাজারে ২৫ জন।
সিলেট বিভাগে ২ হাজার ১১০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৬৩৯ জন, সুনামগঞ্জের ৭৮১ জন, হবিগঞ্জের ৩৬৭ জন ও মৌলভীবাজার জেলার ৩২৩ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে ৬২ জনকে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলার দুইজনের মৃত্যু হয়েছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com