সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল ৯জুন শুক্রবার নগরীর ক্বীনব্রীজস্থ রিভারক্রুজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মনির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মেহেদী কাবুলের পরিচালনায় দ্বি-বার্ষিক সভায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ গোলাম মৌলা চৌধুরী ইমু, সদস্য খলিলুর রহমান কাশেমী, এম এইচ আর শামীম,ফজলে রাব্বী, কামাল আহমদ, নাজমূল ইসলাম, আমিনুল হক বেলাল, প্রদীপ রঞ্জন দাস, মিসবাহ আহমদ, সদস্য সদস্য গোলাম কিবরিয়া মাসুক জমসেদ খান, ভানু লাল দাস। এছাড়াও উপস্থিত ছিলেন তারেক আহমদ চৌধুরী, নীহারঞ্জন দাস, সাইফুল ইসলাম লিটন, লিটন খান, তারেক আহমদ, গোলাম মোস্তফা, রঞ্জিত দেবনাথ, ওমর ফারুক, দেলওয়ার হোসেন, আমির আহমদ, শামীম আহমদ, শহীদুল ইসলাম, তোহাবআহমদ, শেখ মো. কুদ্দুছ, মামুন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাও. শাহীনুর রশিদ শামীম।