আপডেট

x


সিলেট নগরীতে ছুটির দিনে বৃষ্টি ভেজা ঈদ কেনাকাটা

শনিবার, ১৭ জুন ২০১৭ | ১:০০ পূর্বাহ্ণ | 1114 বার

সিলেট নগরীতে ছুটির দিনে বৃষ্টি ভেজা ঈদ কেনাকাটা

ঈদ আসন্ন হওয়ায় কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন সিলেট নগরবাসী। ঈদের কেনাকাটার সাপ্তাহিক ছুটির দিনগুলোকে গুরুত্ব দিয়ে থাকেন কর্মব্যস্ত নগরবাসী। আর রমজান মাসের তৃতীয় শুক্রবার কেনাকাটার ব্যস্ততা যেন নতুন রূপ পেয়েছে।

দফায় দফায় মেঘ আর বৃষ্টির ছন্দপতন ঘটাচ্ছে স্বাভাবিক কাজ কর্মে, এর প্রভাব পড়েছে ঈদ বাজারেও। তবে থেমে নেই কেনাকাটা।  বৃষ্টি উপেক্ষা করে কেনাকাটা করতে এসে আধভেজা হয়েছেন অনেকে।



শুক্রবার সকাল থেকেই ক্রেতাদের ভালো আনাগোনা লক্ষ করা গেছে সিলেটের বড় শপিং সেন্টারগুলোতে। সিলেটে রমজানের শুরুর দিকে ঈদ শপিংয়ে ক্রেতাদের আগ্রহ থাকে কম। রমজান মাস শুরুর দশ দিন পর থেকে শপিংয়ে ব্যস্ত হতে থাকেন ক্রেতারা।

সিলেটের বিভিন্ন শপিং সেন্টার ঘুরে দেখা গেছে অন্যান্য দিনের তুলনায় শুক্রবার ছুটির দিনে ক্রেতাদের আনাগোনা বেশি। বিক্রেতারাও জানালেন তাদের ব্যস্ততার কথা। ছুটির  দিন  হওয়ায় অনেকেই পরিবারসহ  কেনাকাটা  করতে  এসেছেন। অনেকে কেনাকাটা ছাড়াও ঘুরে দেখছেন নানা বিপনী বিতান।

নগরীর জিন্দাবাজারস্থ বøু-ওয়াটার শপিং সিটির ‘সাকসেস’ এর উদ্যোক্তা ফয়সল রুমন জানালেন- ছুটির দিন হওয়ায় আজকে ক্রেতাদের ভীড়টা একটু বেশি। তবে রমজানের মাসের মাঝামাঝি থেকে এ ব্যস্ততা ঈদের আগের দিন পর্যন্ত থাকবে।

সাধারণত  ঈদের  কেনাকাটায় শুরুয় শিশুরাই বেশি অগ্রাধিকার  পায়। পরিবারের ছোটদের আবদার সবার আগে মেটানোর চেষ্টা করা হয়। আজও শপিং সেন্টারগুলোতে পরিবারের সাথে শিশুদের আনাগোনা বেশি ছিল। সকাল থেকে ক্রেতাদের  উপস্থিতি থাকলেও দুপুরের  দিকে মার্কেটগুলো ফাঁকা হয়ে আসে। তবে বিকেলের  দিকে ক্রেতাদের ভীড় বাড়তে থাকে।

এছাড়াও শপিং শেষে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে ইফতারের দাওয়াত পেয়ে আত্মীয়ের বাড়ীতে গেছেন। আবার কেউবা বাইরের রেস্তোরায় সেরে নিয়েছেন ইফতার।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com