আপডেট

x


সিলেটে মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু, পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ

বুধবার, ০৫ আগস্ট ২০২০ | ১১:১১ অপরাহ্ণ | 277 বার

সিলেটে মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু, পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ

সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অজ্ঞাতদের রেখে যাওয়া একটি পালসার মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু রয়েছে এমন সন্দেহে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার  সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পয়েন্ট সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পাশাপাশি বাইকটি ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।

সন্ধ্যায় চৌহাট্টা এলাকার সিংহবাড়ির পাশে (পূর্বের পুলিশ চেকপোস্টের সামনে) দাঁড় করিয়ে রাখা আধুনিক মডেলের একটি মোটরসাইকেলে সন্দেহজনক ডিভাইস লাগানো দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই ডিভাইস দেখে তাদেরও সন্দেহ হয়। পরে মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, কতোয়ালি থানার  ওসি মো. সেলিম মিঞাসহ পুলিশের উধর্তন কর্মকর্তারা সেখানে গিয়ে জায়গাটিকে ফিতা টেনে ঘিরে রাখেন। ওই সড়কে যান চলাচলও বন্ধ করে দেয়া হয়।



ঘটনাস্থল থেকে কতোয়ালি থানার  ওসি মো. সেলিম মিঞা বলেন, ডিভাইসটি দেখে বোমার মতো মনে হচ্ছে। তাই জায়গাটি ঘিরে রেখে আমরা পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়েছি।

তিনি বলেন, জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে এমন শঙ্কায় পুলিশ সারাদেশের মতো সিলেটেও তৎপর রয়েছে। ডিভাইসসহ মোটরসাইকেলটি কেউ ফেলে গেছে কি না তা এখনই বলা যাবে না।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশের বিশাল টিম যাচ্ছে। ওই ডিভাইসটি উদ্ধারের পর আসল ঘটনা জানা যাবে। #

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com