সিলেটে বিভাগে করোনা আক্রান্ত সাড়ে ৫ হাজার ছুঁই ছুঁই
- আপডেটের সময় : ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ৩৬৫ টাইম ভিউ
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২শ নমুনা পরীক্ষা করা হয়। এরমাঝে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৭৩ জন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার শাবির ল্যাবে মোট ১৮৩ জনের নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনা শনাক্ত হয়। শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক তথ্য নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে বুধবার সুনামগঞ্জের ১১১টি ও সিলেটের ৭২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মাঝে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ২০ জন সুনামগঞ্জ ও ১২ সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি। এদিকে, এ নিয়ে সিলেট বিভাগে ৫ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হলো । । আর এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ৯৪