আপডেট

x


সিলেটে বিভাগে করোনায় আক্রান্ত ৪৮৬১ জন, মৃত্যু বেড়ে ৭৯

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ | ১:৫৫ অপরাহ্ণ | 218 বার

সিলেটে বিভাগে করোনায় আক্রান্ত ৪৮৬১ জন, মৃত্যু বেড়ে ৭৯
সিলেটে বিভাগে করোনায় আক্রান্ত ৪৮৬১ জন, মৃত্যু বেড়ে ৭৯

সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল পর্যন্ত বিভাগে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮৬১ জনে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ২৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪ হাজার ৮৬১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২ হাজার ৬২৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ১৪ জন, হবিগঞ্জে ৭২২ জন ও মৌলভীবাজারে ৫শ জন।
বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে ৭৯ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬২ জন, মৌলভীবাজারে ৪ জন, সুনামগঞ্জে ৭ জন ও হবিগঞ্জে ৬ জন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত ২৩০ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১০১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৫২ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬৪ জন ও মৌলভীবাজারে ১৩ জন।
জানা গেছে, সিলেট বিভাগে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১ হাজার ৪৮৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৪৫৬ জন, সুনামগঞ্জে ৫২৮ জন, হবিগঞ্জে ২৪৭ জন ও মৌলভীবাজারে ২৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘন্টায় ঢাকার একটি ও সিলেটের দুইটি ল্যাবে সিলেট বিভাগের চার জেলার ২৯৪ জনের করোনা শনাক্তের রিপোর্ট আসে। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৭ জন। বাকীদের দ্বিতীয়বার পরীক্ষায় করোনা শনাক্ত হয়।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com