সিলেটে নৌকার লিফলেট বিতরণ করতে গিয়ে প্রবাসী খুনের অভিযোগ
- আপডেটের সময় : ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
- / ১০১২ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নে এক প্রবাসী খুন হয়েছেন। নিহত ব্যাক্তি ইউনিয়নের নলখত গ্রামের মাহবুব আলীর ছেলে কয়সর (৩৫)। তিনি কুয়েতে থাকতেন, নির্বাচন উপলক্ষ্যে দেশে এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
তার পরিবারের দাবী- বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকার লিফলেট বিতরণ করতে কয়সর একই গ্রামের বারিক উল্লাহ, তরিক উল্লাহদের বাড়িতে যান। এই বাড়ির লোকজন বিএনপি সমর্থক। সেখানে বাড়ির লোকজনের সাথে রাজনৈতিক বিষয়ে কয়সরের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ঐ বাড়ির লোকজন তার উপর হামলা করলে তার মৃত্যু হয়।
তবে গ্রামের অপর একটি পক্ষ জানিয়েছে- কয়েকদিন আগে গ্রামে একটি গরু হারানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান কয়সর।
এ ব্যপারে সিলেটের জালালাবাদ থানার ওসি শাহ্ হারুনুর রশীদ ঘটনা নিশ্চিত করে জানান- নিহতের পরিবারের দাবী নৌকার লিফলেট বিতরণ করতে গিয়ে হামলায় কয়সরের মৃত্যু হয়েছে। আবার গ্রামের অন্য একটি পক্ষ বলছে গরু হারানো নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।