সিলেটে ইয়াবাসহ নারী আটক
- আপডেটের সময় : ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯
- / ৮৫০ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ নগরীর নয়াসড়ক এলাকা থেকে ৫০ পিস ইয়াবা টেবলেটসহ এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক নারীর নাম শাহীদা পারভীন প্রিতী (৩২)। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের শহীদ আহমদের স্ত্রী।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিকে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশে এসআই জাহাঙ্গির আলমের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ নগরীর নয়াসড়ক এলাকার মানিকপীর সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটপন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, প্রাথমিক ভাবে জানা যায় সে দীর্ঘদিন যাবত নগরীর বিভিন্ন জায়গায় ইয়াবা সেবনকারীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছে। আটক ঐ নারী বর্তমানে সে নগরীর কুমারপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। আটক ইয়াবা ব্যবসায়ী ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।