আপডেট

x


সিলেটে বর্তমানে সবচেয়ে চতুর রাজনীতিবিদ হলেন আরিফ ও আওয়ামীলীগের নাদেল।

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ | ৯:১৮ অপরাহ্ণ | 303 বার

সিলেটে বর্তমানে সবচেয়ে চতুর রাজনীতিবিদ হলেন আরিফ ও  আওয়ামীলীগের  নাদেল।
আরিফ - নাদেল

রাজনীতিতে অদৃশ্য আশীর্বাদে যারা নির্বাচিত, তার স্বার্থবাদীরা নিজেরটাও খায় আবার অন্যেরটাও খেতে চায়।
রাজনীতিতে কিছু চতুর-ধুরন্দর আছে, যারা চতুরতার দরুন রাজনীতির মাঠ গরম রাখে। তারা সময়ে বদলায়, তারা নীজের আসনে বসে বসে নীজের ফয়দা হাসিল করে। এই তো বিএনপির সমাবেশ এ চমখ দেখানোর পরপরই পররাষ্ট্রমন্ত্রী কে খুশী করতেই আয়োজন করলেন নাগরিক সংবর্ধনা।
যা কি অনেক কাউন্সিলেরা জানেন না।
সমালোচকরা বলছেন এই আয়োজনই শুধুমাত্র আওয়ামীলীগের সাথে বেলেনস মেইনটেইন্ড করার জন‍্য ই।

মুক্ত কথায় শাকিল জামানের সোস‍্যাল মিডিয়ার লিখাটি হুবুহু তুলে ধরা হলো



রাজনীতি সময়ের সাথে বদলায়। এক সময় সরকারের চেয়েও গুরুত্বপূর্ণ ছিলো দল। অতীতে অনেক মহান নেতাই সরকারের গুরুত্বপূর্ণ পদ না নিয়ে, দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন।

বর্তমানে পরিস্থিতি ভিন্ন। এখন সরকার সবার আগে, পরে দল থাকলে থাকুক না থাকলে নাই। এই বদলে যাওয়া রাজনীতির সাথে যারা তাল মেলাতে পেরেছেন, এই বদলে যাওয়া রাজনীতির হাওয়া যারা বুঝতে পেরেছেন তারাই আজ সফল।

সিলেটের বর্তমান সময়ের সবচেয়ে চতুর ও সফল রাজনীতিবিদ হলেন বিএনপির আরিফুল হক চৌধুরী এবং আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী নাদেল।

ভবিষ্যতে সিলেটের রাজনীতির ইতিহাসে তাদের অবস্থান কোথায় থাকবে জানি না। তবে বর্তমানে সিলেটের রাজনীতি যারা করছেন তাদের মধ্যে এই দুইজনের চেয়ে সফল আর কেউ নন। এই দুজন ছাড়া দুইদলের আর কারও সামনে অদূর ভবিষ্যতে সফলতা ধরা দিবে বলে আমার মনে হয় না।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com