আপডেট

x


সিলেটের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪৩ জন শনাক্ত

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ | ৩:০৯ পূর্বাহ্ণ | 454 বার

সিলেটের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪৩ জন শনাক্ত
সিলেটের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪৩ জন শনাক্ত

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭৮ জন, সুনামগঞ্জ জেলায় ২৮ জন, হবিগঞ্জ জেলায় ২৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৯ জন রয়েছেন।
বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
মঙ্গলবার সিলেট জেলায় ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৬৬ জন রয়েছেন। এছাড়া গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, এবং বিয়ানীবাজারের একজন করে রয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জন রয়েছেন এই তালিকায়। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী ও র‌্যাব সদস্যও আছেন।
বুধবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯শ ৪৪ জন। নতুন আরও ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এসংখ্যা এখন দাঁড়াল ২ হাজার ২২ জনে। এ পর্যন্ত সিলেট জেলায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। সুস্থ হয়েছেন ২৬০ জন।
এছাড়া একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৬৮ জন। নতুন আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন দাঁড়াল ৮৯৬ জনে। বুধবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৩০ জন।
হবিগঞ্জেও বুধবার আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, বুধবার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষা তাদের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৯ জন, মাধবপুর উপজেলার ৯ জন, নবীগঞ্জ উপজেলার ৫ জন, বাহুবলের ২ জন, বানিয়াচংয়ের ২ জন ও লাখাইয়ের ১ জন রয়েছেন। হবিগঞ্জে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮২ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন।
বুধবার সকাল পর্যন্ত হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৬৪ জন। নতুন আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় হবিগঞ্জে এ সংখ্যা এখন দাঁড়াল ৪৯২ জনে। বুধবার সকাল পর্যন্ত হবিগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে পাঁচজনের আর সুস্থ হয়েছেন ১৮২ জন।
এদিকে মৌলভীবাজার জেলায় নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. তওহীদ আহমেদ।
তিনি বলেন, ‘মৌলভীবাজারে আজ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’
আক্রান্তদের মধ্যে আছেন বড়লেখার পাঁচজন, কুলাউড়ার তিনজন এবং রাজনগরের একজন।
এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৫ জনে। যাদের মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ১৩১ জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬৪ জনে। তাদের মধ্যে ১৩১ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৪ জন।
বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৬শ ৩১ জন। রাতে ১৪৩ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ৩ হাজার ৭শ ৭৪ জন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com