সিলেটের গোলাপগঞ্জে ঘুমন্ত অবস্থায় টিলা ধসে মাটিচাপায় যুবকের মৃত্যু
- আপডেটের সময় : ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ৩০১ টাইম ভিউ
সিলেটের গোলাপগঞ্জে ঘুমন্ত অবস্থায় টিলা ধসে মাটিচাপায় অপু পাল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পাশে ঘুমিয়ে থাকা ছোট ভাই পাপ্পু পাল (২৫) আহত হয়েছেন।
শনিবার (১৪ মে) ভোরে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু পাল উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামের হেমোপ্যাথিক চিকিৎসক নকুল পালের ছেলে। তিনি নিশ্চিন্ত আইডিয়াল একাডেমির সাবেক শিক্ষক। বর্তমানে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা আশায় কর্মরত।
ঘটনাস্থল পরিদর্শনে থাকা ৭ নম্বর লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান খলকু বলেন, আমাদের ইউনিয়নের প্রায় আশি ভাগ এলাকাই পাহাড়-টিলা বেষ্টিত। টানা তিনদিনের বৃষ্টির কারণে টিলাগুলোর মাটি নরম হয়ে গেছে। শনিবার ভোরে দুইভাই অপু ও পাপ্পু ঘুমিয়ে ছিলেন একই বিছানায়। হঠাৎ প্রায় একশো ফুট উচ্চতার টিলা পার্শ্ববর্তী ঘরে ধসে পড়লে ঘটনাস্থলেই অপু নিহত হন। সামান্য আহত হন তার পাশে ঘুমে থাকা পাপ্পু পালও।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ চৌধুরী বলেন, অপু পালের বসতঘরের পাশেই পাহাড়ি টিলা রয়েছে। গত তিন দিনের টানা বৃষ্টিতে টিলা ধসে পড়ে। এতে ঘরের দেওয়াল ভেঙে মাটিচাপা পড়ে ঘুমের মধ্যেই মারা যান অপু। এ সময় তার ছোট ভাইও আহত হন।