সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে শ্রীলংকান ক্রিকেট বোর্ডকেও পুনরায় নিজেদের শর্ত ও সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করতে বলেছেন নমল। দেশটির সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকশের সন্তান নমল লিখেছেন, ‘আমরা সবাই জানি যে কোভিড নাইনটিন মহামারি এখনো বিশ্বের নানা প্রান্তে প্রভাব বিস্তার করছে। আমাদের উচিৎ সবার আগে করোনা প্রতিরোধকে গুরুত্ব দেয়া।’
তিনি আরো লেখেন, ‘এই অঞ্চলের ক্রিকেটকে গুরুত্ব দিয়ে আমি শ্রীলংকান ক্রিকেট বোর্ডের অফিসিয়ালদের কোডিড টাস্কফোর্সের সঙ্গে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি বিসিবিকে বিষয়টি আবারো পুনর্বিবেচনা করতে বলছি।’
চলতি মাসের শেষ দিকে জাতীয় দল, হাই পারফরম্যান্স দল ও কোচিং স্টাফসহ মোট ৬৫ সদস্যের দল নিয়ে ঢাকা ছাড়ার কথা ছিল টাইগারদের। সেখানে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টাইন শেষে নিজেদের মধ্যে একাধিক অনুশীলন ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করে বিসিবি।
কিন্তু সম্প্রতি এক চিঠি পাঠিয়ে বিসিবি খেলোয়াড় স্টাফসহ সর্বোচ্চ ৩০ জন নিতে পারবে বলে জানায় এসএলসি। এর পাশাপাশি ১৪ দিনের কোয়ারেন্টাইনের বিষয়টিও জানানো হয়। সেখানে অনুশীলন দূরের কথা,হোটেল রুম থেকেও বের হওয়া যাবে না বলে উল্লেখ করা হয়।
এমতাবস্থায় বিসিবির পক্ষ থেকে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হয়, এসব শর্ত মেনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো ম্যাচে অংশ নেয়া সম্ভব নয়।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com