নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ নভেম্বর কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হতে যাচ্ছে এবারর সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন সাবেক সিলেট সরকারি কলেজ তথা জেলা ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা মুজিব রনাঙ্গনের রনতুর্য সায়েম আহমদ। তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে রক্তে মাংসে জড়িত । সায়েম এক সময়ের কলেজ জীবনে ৯৪-৯৫ ছাত্রলীগের রাজনীতিতে ছিলেন সক্রিয়। এবং তখৎ কালীন সময়ে মিষ্টি ভাষার গঠনমূলক কথাগুলো গুচিয়ে বলার অনর্গলশীল বক্তা ছিলেন,প্রতিপক্ষ রাজনৈতিক দলকে তার বক্তব্যে ঘায়েল করতে জুড়ি মেলা ভার, নিজের যোগ্যতায় জায়গা করে নিয়ে ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক পদে। ১৯৯১ সালে কানাইঘাট গাছবাড়ি মডার্ন একাডেমীতে পড়া অবস্থায় ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে যোগদান করেন সু-দর্শন সায়েম। পরে ঐ একাডেমী ছাত্রলীগের সভাপতি, গাছবাড়ি আঞ্চলিক (বর্তমান বানীগ্রাম ও ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কানাইঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতিতে সাথে সক্রিয় ছিলেন। একজন শিক্ষিত, ভদ্র, মার্জিত ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিকে আসন্ন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কর্মীদের মতামতের ভিক্তিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিন করার জোরালো দাবী উঠেছে খোদ তৃণমূল পর্যায়ের ত্যাগী পরীক্ষীত মাঠ পর্যায়ের নেতা কর্মীদের কাছ থেকে । সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার শেখ হাসিনার সংগ্রামে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সায়েম আহমদই হতে পারেন আগামী দিনের কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের কান্ড়ারী, এর জন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com