দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়াবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় আ স ম কামরুল ইসলাম বলেন, রোজা মুসলমানদের সংযমের শিক্ষা দেয়। এই শিক্ষা সারা বছর অনুসরণ করলে সমাজে সকল ধরনের বিশৃঙ্খলা পরিহার করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ এবং সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে দলমত-নির্বিশেষে সবার উচিত দেশের কল্যাণে কাজ করা। আরও বলেন, মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ ধনী-নির্ধন সবাই সমভাবে উপভোগ করুক। ঈদ বয়ে আনুক শান্তির পরশ ও অনাবিল আনন্দের বার্তা। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, প্রীতি ও সৌহার্দ্যরে এক অনুপম দৃষ্টান্ত প্রদর্শিত হোক। তিনি ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা এবং প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ মুহূর্ত উপভোগ করার জন্য পথে সব ধরনের প্রতিকূলতা দূর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সবশেষে বলেন ভেদাভেদ ও মতভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য কুলাউড়াবাসীর প্রতি আহ্বান জানান।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com