সান্তাকলোমা বাংলা স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- আপডেটের সময় : ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪০২ টাইম ভিউ
সান্তাকলোমা বাংলা স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
বার্সেলোনা থেকে – জেবুন্নেছা
সান্তাকলোমা বাংলা স্কুল কমিটির আয়োজনে ২২শে ফেব্রুয়ারি বুধবার স্হানীয় অডিটরিয়মে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুল শিক্ষিকা নাজমা নাহার ও শামসুন নাহার রেনু।কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলা স্কুলের ছাত্র নাফিস তানভির।সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম স্বপন।
শোক আত্মত্যাগ অহংকার ও গৌরবের এই দিনটির বীরত্ব গাথা ইতিহাস কোমলমতি ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন খুরশীদ আলম বাদল,মোখলেছুর রহমান নাসিম, মোশারফ বেফারী,এ কে আজাদ মোস্তফা,মোঃ নীরু তালুকদার, মোশারফ হোসেন,এস এম নজরুল,মোঃ আসাদ, মোঃ কামাল, বিপ্লব ভৌমিক, স্বপন কুমার দেবনাথ,মোঃ কাজল,
মোঃ মনির হোসেন,এম কামাল, মহিউদ্দিন হারুন প্রমূখ।
বক্তব্য পর্ব শেষে স্কুলের কোমল মতি ছাত্রছাত্রীদের মধ্য থেকে একুশের গান কবিতা আবৃত্তি করে শুনান রাফিন তালুকদার, সামির আহমেদ সুলতানা, আবদুল্লাহ দেওয়ান,তৌসিফ হোসাইন,মারইয়াম,
তৌসিফ,আবদুল্লাহ।কবিতা ও অঙ্কন প্রতিযোগিতায় শেষে ক্রম অনুসারে ছাত্রছাত্রীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
স্কুল শিক্ষিকা নাজমা নাহার ও শামসুন নাহার রেনু বলেন সেবা মুলক অবৈতনিক এই স্কুলটির
শুরু সময়টি ছিল অত্যন্ত নাজুক,এখন আমাদের বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা একুশের কবিতা আবৃত্ত করে।তারা বাংলা স্কুলের জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদানকারী খুরশীদ আলম
বদলকে হাততালী দিয়ে অভিবাদন জানান।
সভাপতি বলেন যে জাতী নিজের ভাষায় দক্ষতা অর্জন করবে না সে কখনো পরিপূর্ন মানুষ হতে পারবে না।তিনি বায়ান্নের ভাষা সৈনীকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন শহীদ সালাম জব্বার,রফিক, বরকত সহ ভাষার জন্য রাজপথে আত্মত্যাগকারী শহীদদের কাছে জাতী সব সময় ঋনি।